The Calcutta mirror desk: ২১ সেপ্টেম্বরের অবসান হয়ে শুরু হবে মাতৃ পক্ষ। হিন্দু ধর্মে পিতৃপক্ষের ১৫ দিন উৎসর্গ করা হয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে। পিতৃ পক্ষের শেষে এবং মাতৃ পক্ষের সূচনায় অর্থাৎ সংলগ্ন মুহূর্তে পূর্বপুরুষদের উদ্দেশ্যে বিশেষ তর্পণ করা হয়। তর্পণ করার উদ্দেশ্য এবং অর্থ হল মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল দান করা। তাদের আত্মার শান্তি কামনার জন্যই এ কাজ করা হবে। পিতৃ পক্ষের যেকোনো দিনেই তর্পণ করা শ্রেয়। তবে মহালয়ার দিনটিকেই মূলত বেছে নেওয়া হয়। সঠিক উপায়ে তর্পন না করলে হিতে বিপরীত হতে পারে । পূর্বপুরুষদের তুষ্ট করতে গেলে কয়েকটি নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। অনেকেই নদীতে তর্পন করেন আবার কেউ কেউ তর্পণ করেন পুকুরে। স্নান করার পরে পূর্ব দিকে মুখ করে নাভি পর্যন্ত জলে ডুবিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। মাথায় পড়তে হবে, জলে গোলা মাটির তিলক। হাতে কোষা নিয়ে পূর্বপুরুষদের নাম স্মরণ করতে পারেন। বিষ্ণু মন্ত্র পাঠ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিনবার জল দান করতে পারেন জলের মধ্যে অবশ্যই দিতে হবে কালো তিল। এছাড়া তার মধ্যে মেশানো যেতে পারে তুলসী পাতা ফুল ইত্যাদি। প্রথমে দেবতাদের উদ্দেশ্যে এরপর মানুষের উদ্দেশ্যে এরপর ঋষি দিব্য ও যমের উদ্দেশ্যে তর্পণ করা উচিত। তর্পণে পূর্বপুরুষদের দান করা জলকে কখনোই বৃষ্টির জল সঙ্গে মিশিয়ে দেওয়া চলবে না। এতে ভয়ংকর কাণ্ড ঘটে যেতে পারে তাই কখনোই এই অনর্থ করবেন না।। মনে রাখবেন উপরে উল্লেখিত যাবতীয় তথ্য শাস্ত্র নির্ভর। এগুলি বিশ্বাস করাতে কোনভাবেই বাধ্য করে না আমাদের সংবাদ মাধ্যম