The Calcutta mirror desk: কথায় বলে মনে এক মুখে এক। বহু মানুষ মুখে মিষ্টি কথা বললেও তাদের মনে রয়েছে বিষ। অপরের ভালো সহ্য করতে পারেন না তারা। কিন্তু চট করে তাদের এই ষড়যন্ত্র ধরা যায় না। জানেন কি এই চার ধরনের রাশির জাতক জাতিকারা এভাবেই নিজেদের আসল সত্তা লুকিয়ে রাখেন। এরমধ্যে প্রথমেই রয়েছে মেষ রাশি। তারা নিজেদের পরিচয় লুকিয়ে রাখেন। তবে একই সাথে তারা সামনের মানুষের মন পড়ে ফেলতে পারেন খুব সহজেই। এরা নিজেদেরকে অন্যরকম সাজাতে পটু। আবার সিংহ রাশির জাতক জাতিকারাও এমন ভাবেই নিজেদের আসল পরিচয় লুকিয়ে রাখেন। তারা মিথ্যা কথা বলতে পছন্দ করেন। সহজেই আশেপাশে নেগেটিভ এনার্জি তৈরি করতে পারেন তারা। একই সাথে নেগেটিভ এনার্জি কারা তৈরি করেন তাদের সহজেই ধরে ফেলতে পারেন সিংহ রাশির জাতক-জাতিকারা। এদের মধ্যে রয়েছে অসীম ক্ষমতা। ধনু রাশির জাতক-জাতিকারা যেমন ছলকরা পছন্দ করেন না তেমনভাবেই তারা নিজেরাও প্রতারণা করতে পছন্দ করেন। এদের অঙ্গভঙ্গি সহজে বোঝা যায় না। এরা ভীষণভাবে নাটক করতে পছন্দ করেন। নিজেদের কাজ হাসিল করার জন্য এটা মানুষের সাথে ভালো ব্যবহার করেন। তবে কাজ মিটে গেলে এরা মানুষকে চেনেন না তা বলাই যায়। বলাবাহুল্য এইসব রাশির জাতক জাতিকাদের কাছ থেকে বন্ধুত্ব কিংবা ভালোবাসার প্রত্যাশা করলে ঠকতে হবে আপনাকে। যদিও সবার ক্ষেত্রে এই সমীকরণ প্রযোজ্য নয়। মনে রাখবেন এই তথ্যগুলি কেবল জ্যোতিষ নির্ভর এগুলো বিশ্বাস করাতে কোনোভাবেই বাধ্য করেনা আমাদের সংবাদ মাধ্যম।