The Calcutta Mirror Desk :
দুর্গাপুজো (Durga Puja) সামনে। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতিটি পুজো কমিটিকে (Puja Committee) দেওয়া হয়েছে ১ লক্ষ ১০ হাজার টাকার অনুদান (Durga Puja Allowance)। কিন্তু সেই আবহের মাঝেই বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এলেন পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের তৃণমূল বিধায়ক সুকুমার দে (MLA Sukumar Dey)। তাঁর স্পষ্ট কথা পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি রাখতে হবে। না হলে ভবিষ্যতে অনুদান বন্ধ হয়ে যাবে।
বৃহস্পতিবার নন্দকুমার বিডিও অফিস চত্বরে সরকারি অনুদান বিলির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক। সেখানেই তিনি বলেন, অনুদান পাওয়ার পরেও অনেক ক্লাব মুখ্যমন্ত্রীর ছবি লাগাচ্ছে না। তিনি ব্যক্তিগতভাবে তালিকা হাতে নিয়ে মণ্ডপগুলি ঘুরে দেখবেন। কোনও ক্লাবে মুখ্যমন্ত্রীর ছবি না থাকলে পরের বছর অনুদান আটকে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তাঁর যুক্তি, “যিনি এই অনুদান দিচ্ছেন, তাঁকে সম্মান জানানোই উচিত।”