২০ বছর আগেই জানা যাবে ক্যান্সারের লক্ষণ, যুগান্তকারী আবিষ্কার বিজ্ঞানীদের

0
36

The Calcutta mirror desk ক্যান্সার মানেই নো আনসার। এই রোগ আজও ভয় ধরায় সাধারণ মানুষের মধ্যে। এই রোগের প্রতিরোধ ঘটাতে দীর্ঘদিন ধরে চলছে নানান রকম পরীক্ষা-নিরীক্ষা। বিশেষ করে রাশিয়া চালিয়ে যাচ্ছে পরীক্ষা। ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়লেও সাধারণ মানুষের মধ্যে ঝুঁকির শেষ নেই। প্রতিবছর কতশত মানুষ আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। এই রোগের বিরুদ্ধে লড়াই করে এবার নতুন প্রযুক্তি আবিষ্কার করলেন বিজ্ঞানীরা। ইতিমধ্যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে বিভিন্ন প্রযুক্তি ক্ষেত্রে। এবার ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে নতুন প্রযুক্তি আবিষ্কার করলেন বিজ্ঞানীরা। ক্যান্সার হবে কিনা তা জানা সম্ভব বহু আগে থেকেই প্রায় দুই দশক আগে থেকেই জানা যাবে কারোর ক্যান্সার হয়েছে কিনা। ইউরোপিয়ান মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি, জার্মান ক্যান্সার রিসার্চ সেন্টার, এবং ইউনিভার্সিটি অফ ক্যাম্পেন হেগেন বিজ্ঞানীরা এই আবিষ্কার করেন। শরীরে এই রোগ বাসা বাঁধবে কিনা তা আগেই জানা যাবে পরীক্ষার মাধ্যমে। ক্যান্সারের ভবিষ্যৎবাণী করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। ইতিমধ্যেই ইউকে বায়ো ব্যাংক চার লক্ষ এবং ড্যানিশ ন্যাশনাল রেজিস্ট্রি ১৯ লক্ষ মানুষের মেডিকেল রিপোর্ট তৈরি করবে। পরীক্ষা সফলভাবে চালানো হয়েছে। সম্প্রতি একটি জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাপত্র সেখানে দেখা গিয়েছে গবেষকরা বলছেন আগে থেকেই এ আই টুল ভবিষ্যতে কি ঘটতে চলেছে তার ভবিষ্যৎবাণী দিতে পারবে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার অন্তর্ভুক্ত করা যেতে পারে একে। শুধু ক্যান্সার নয় আরো বিভিন্ন রোগের চিকিৎসার ক্ষেত্রে যুগান্তকারী হয়ে উঠতে পারে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here