The Calcutta mirror desk: নিজের দেশেই এয়ার স্ট্রাইক করল পাকিস্তানি বায়ু সেনা। চলে গেল হাজার হাজার নিরীহ মানুষের প্রাণ। নিজের দেশেই এই কাণ্ড ঘটিয়ে খাল কেটে কুমির ডেকে এনেছে পাকিস্তানি সেনা। প্রাণ গিয়েছে মহিলা এবং নাবালকসহ ৩০ জনের। পাকিস্তানি যুদ্ধবিমান তেহরান উপত্যকার মাত্রেদারা গ্রামে বোমা ফেলে আর তাতেই এই প্রাণহানির ঘটনা ঘটে। ধ্বংসস্তুপের নিচ থেকে মৃতদেহগুলি বার করে আনার প্রক্রিয়া চলছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট নামে একটি তথ্য বলছে এই বছরের জানুয়ারি থেকে পাকিস্তান দেশে জঙ্গি হামলার ঘটনার সংখ্যা বেড়ে গিয়েছে। আগে তুলনায় প্রায় ৪২ শতাংশ বেড়েছে এই হামলার ঘটনা। দেশ জুড়ে ৭৪ টি হামলার ঘটনা ঘটেছে। সেপ্টেম্বর মাসে প্রথমেই একটি রাজনৈতিক সভা চলাকালীন বালুচিস্তানে হামলার ঘটনা ঘটে তাতে নিহত হন অন্তত ১৩ জন। এছাড়া বিস্ফোরণে গুরুতর আহত হয়েছিলেন বেশ কয়েকজন। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমের একটি শহরে এই হামলার ঘটনা ঘটে। এরপর আবারও এই হামলার ঘটনা ঘটেছে পাকিস্তানের খাইবারপাখতুনখোয়া প্রদেশ। সোমবার ভোররাতে হঠাৎ করেই বিস্ফোরণের শব্দে জেগে ওঠে গোটা খাইবারপাখতুনখোয়া। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় চারিদিকে পড়ে রয়েছে বারুদের স্তুপ। এছাড়া শোনা যাচ্ছে বহু মানুষের আর্তনাদ। বিশেষ করে নাবালক নাবালিকা থেকে মহিলাদের আর্তনাদ চিৎকার শোনা যাচ্ছে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রশাসন মাধ্যম। একই সাথে সে দেশের সেনাবাহিনী ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন।
Home সম্পাদক সমীপেষু বিভিন্ন বিখ্যাত লোকের কলমে নিজের দেশেই এয়ার স্ট্রাইক, শত শত মানুষের প্রাণ কেড়ে নিল পাকিস্তান