নবরাত্রি প্রথম দিনে ত্রিপুরেশ্বরী দর্শনে নরেন্দ্র মোদি

0
69

The Calcutta mirror desk: শুরু হয়েছে নবরাত্রি। পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃ পক্ষের সূচনা হয়েছে। আর এই বিশেষ দিনে বিভিন্ন প্রান্তে চলছে পূজো অর্চনা। নবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার নবরাত্রিতে ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজো দিলেন নরেন্দ্র মোদি। উত্তর-পূর্বর রাজ্য ত্রিপুরার অন্যতম বিখ্যাত ত্রিপুরেশ্বরী মন্দিরে চলে আসেন তিনি। ৫৪ কোটি টাকা ব্যয়ে এই মন্দির নতুনভাবে তৈরি করা হয়েছে করা হয়েছে সংস্কার। মনে করা হয় এটি একটি সতীপীঠ এখানে পড়েছিল দেবীর ডান পা। এই মন্দির কচ্ছপ আকৃতি করা হয়েছে। এই মন্দিরের দীঘিতে রয়েছে প্রচুর কচ্ছপ। অনেকে এই মন্দিরকে মাতারবাড়ি বলেও জানেন। বছরের বিভিন্ন অমাবস্যার দিন গুলিতে ত্রিপুরেশ্বরী মন্দির বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হয়।এই মন্দিরে পূজো দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সাথে রয়েছেন ত্রিপুরার রাজ্যপাল এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী। নবরাত্রীর প্রথম দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়েই উদ্বোধন হয়েছে ত্রিপুরেশ্বরী মন্দিরের দরজা। আগামীকাল থেকে জনসাধারণের উদ্দেশ্যে খুলে যাবে এই মন্দিরের দরজা। নবরাত্রি প্রথম দিনে অর্থাৎ প্রথমার দিনে এই মন্দির দর্শন করলেন ভারতের প্রধানমন্ত্রী। এদিন নরেন্দ্র মোদী নিজের ফেসবুক পেজ থেকে শেয়ার করেছেন ত্রিপুরেশ্বরী মন্দিরের ছবি। একই সাথে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং রাজ্যপাল তাদের নিজ নিজ সোশ্যাল মিডিয়া পেজ থেকে ভাগ করে নিয়েছেন এই মন্দিরের ছবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here