The Calcutta Mirror Desk :
আলিপুরদুয়ার (Alipurduar)-১ ব্লকের শালকুমার-১ গ্রাম পঞ্চায়েতের নেপালিটারিতে ভিন্নভাবে হয় দুর্গাপুজো (Durga Puja 2025)। এই পাড়ায় প্রায় দুশো নেপালি পরিবারের বসবাস। সর্বজনীনভাবে মন্দিরে তো পুজো হয়। পাশাপাশি নেপালিদের বাড়ি বাড়িও দেবী দুর্গার পুজো হয়। বাড়ির পুজোর মেয়াদ তিনদিন। আর বাড়ির ক্ষেত্রে কুমারীপুজো দিতেই হয়। চলে চণ্ডীপাঠ।
শেষের দিন খাওয়ানো হয় প্রসাদ। তবে বাড়ির এই ঐতিহ্য যেমন এখনও বজায় রয়েছে তেমনি মন্দিরের পুজোও নিয়মনিষ্ঠার সঙ্গে হয়৷ আর মন্দিরে অঞ্জলি দেওয়ার সময় সংস্কৃত মন্ত্র নেপালি ভাষায় অনুবাদ করেন পুরোহিত। কারণ, এলাকার অধিকাংশ বাসিন্দাই নেপালি। তাই মাতৃভাষায় মন্ত্রপাঠে পুজো চলে।
নেপালিটারির প্রবীণ বাসিন্দা সীতারাম ছেত্রীর কথায়, ‘মহালয়ার পর প্রথমা থেকে নবমী পর্যন্ত নয় দিনের মধ্যে যে কোনও তিনদিন বাড়ি বাড়ি পুজো করার নিয়ম। এখানে প্রত্যেক বাড়িতেই দেবী দুর্গার ফ্রেমবন্দি ছবিতে পুরোহিত দিয়ে পুজো করা হয়। সঙ্গে কুমারীপুজোও হয়।’