উৎসবের শহরে দুর্যোগে মৃত্যুমিছিল ! ভাসছে মানুষ ও পশুর লাশ

0
75

The Calcutta Mirror Desk : 

উৎসবের শহরে দুর্যোগে মৃত্যুমিছিল। এমন ভয়াবহ পরিস্থিতি বহু বছর দেখেনি কলকাতাবাসী। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেঘোরে প্রাণ গিয়েছে ৮ জনের। জলমগ্ন কলকাতা ও শহরতলিতে পথে পথে খোলা তারের মৃত্যুফাঁদ। এরই মধ্যে একের পর জেলা থেকে আসছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর।

নেতাজি নগর মোড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক ফল ব্যবসায়ীর। স্থানীয় সূত্রে খবর, নেতাজি নগর মোড়েই ফলের দোকান বাবু কুণ্ডুর। এদিন সকালে ত্রিফলা বাতিস্তম্ভের গায়ে সাইকেল হেলান দিয়ে রাখতে যান ওই ফল ব্যবসায়ী। তখনই ঘটে যায় অঘটন।

স্থানীয়রা উদ্ধার করতে গিয়ে দেখেন, ওই একই জায়গায় একটি কুকুরও মৃত অবস্থায় জলে ভাসছে। দেখেই সন্দেহ হয় তাঁদের। শেষ পর্যন্ত এলাকা বিদ্যুৎ সংযোগহীন করে জমা জল থেকে ফল ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁকে মৃত ঘোষণা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here