মৌলবাদীদের হাতে আক্রান্ত বাংলাদেশের দুর্গাপুজো !

0
27

The Calcutta Mirror Desk : 

বাংলাদেশে একাধিক জায়গায় বিগত কয়েক দিনে প্রতিমা ভাঙার ঘটনা ঘটেছে। এই আবহে পুজোর নিরাপত্তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ মহম্মদ ইউনুসের সরকারের। রিপোর্ট অনুযায়ী, ২ অক্টোবর পর্যন্ত সারা বাংলাদেশের বিভিন্ন পুজো মণ্ডপে দুই লাখের বেশি আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। তিনি জানান, দুর্গাপুজোর সময় পূর্ণ নিরাপত্তার জন্য পূজা মণ্ডপ গুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে, যাতে ঝুঁকির ভিত্তিতে নিরাপত্তাব্যবস্থা নেওয়া যায়। এদিকে দুর্গাপুজোয় ৭০০টি মণ্ডপকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে মনে করছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। এই মণ্ডপ গুলিতে সেনা মোতায়েনের দাবি জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here