The Calcutta Mirror Desk :
সারাদিন প্রায় না খেয়ে। কিন্তু কাজ তাতে কোনও ফাঁকি নেই। গোটা দিন কাটালেন তুমুল ব্যস্ততার সঙ্গে। কখনও নয়ডা, কখনও রাজস্থান। নানা জায়গায় ঘুরলেন তিনি। কাজ করলেন মানুষের জন্য। এতটা একনিষ্ঠতা দেশের ৭৫ বয়সী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নবরাত্রীর উপোসের মাঝেই নিজের আরও একটি ব্যস্ততম দিন কাটালেন প্রধানমন্ত্রী মোদী।
এদিন তাঁর দিন সূচনা হয় গ্রেটার নয়ডা। বাসভবন থেকে চপার চেপে পৌঁছে যান সেখানে। উদ্বোধন করেন উত্তর প্রদেশ আন্তর্জাতিক বাণিজ্যিক অনুষ্ঠান ২০২৫। নিজে বেশ কিছুটা সময় সেখানে কাটান। দেখা করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সঙ্গে। তারপর সরাসরি চলে যান রাজস্থানের বাঁশওয়াড়ায়। সেখানে কেন্দ্র ও রাজ্যের বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস থেকে উদ্বোধন পর্যন্ত করতে দেখা যায় তাঁকে।