পুজোর থিমে কিংবদন্তী চিত্রপরিচালক ঋত্বিক ঘটক !

0
28

The Calcutta Mirror Desk : 

কিংবদন্তী চিত্রপরিচালক ঋত্বিক ঘটকের জন্মশতবার্ষিকী এ বছর। শারদোৎসবে তাই এক বিশেষ আয়োজন করছে সল্টলেক এ কে ব্লক অ্যাসোসিয়েশন। এ বার তাদের দুর্গাপুজোর থিম ‘যুক্তি আর তর্ক’। ঋত্বিক যে ভাবে তাঁর প্রতিটি ছবিতে নিজের জীবন দর্শনের স্বপক্ষে যুক্তি সাজিয়ে পেশ করেছেন এবং তা নিয়ে তর্কের যথেষ্ট অবকাশও রেখেছেন, ঠিক সেই ভাবনাতেই এই পুজোর মণ্ডপ সাজিয়ে তুলছেন শিল্পী বিশ্বনাথ দে।

চিত্র — কুন্তল চক্রবর্তী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here