এক ম্যাজিকেই পাকিস্তান বধ! কিভাবে অসাধ্য সাধন করলো ভারত

0
27

The Calcutta mirror desk: এই নিয়ে দুই দুইবার। এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে জয়ের শীর্ষে উঠেছে ভারতবর্ষ। গ্রুপ পর্ব এবং সুপার ফোর কোনটাতেই জিততে বাদ রাখেনি ভারতবর্ষ। ভারতীয় অধিনায়ক সূর্য কুমার যাদব তার দাপট দেখেই কার্যত পরাস্ত করেছে পাকিস্তানকে। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন এটা লড়াই নয় বরং একপেসে সংঘাত। যতবার ভারতের মুখোমুখি হবে পাকিস্তান ততবার এভাবে তাদেরকে হেরে যেতে হবে। রবিবার ফাইনালে নেমে গিয়েছিল পাকিস্তান আগেই তারা জানিয়ে দিয়েছিল ভারতকে ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে। এশিয়া কাপের ফাইনালে এর আগে অবশ্য কখনো দুই চির প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হয়নি এই প্রথমবার ফাইনালে এমন অবিশ্বাস্য জয় পেল ভারত। এই ম্যাচকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছিলেন বিভিন্ন ক্রিকেট বিশেষজ্ঞরা। শুধুমাত্র ভারত পাকিস্তান নয়। অন্যান্য দেশগুলির চোখ ছিল ভারত এবং পাকিস্তানের এই ম্যাচের দিকে। রুদ্ধশ্বাসে বিক্রি হয়ে গিয়েছিল টিকিট। দুবাইয়ের স্টেডিয়াম ছিল কানায় কানায় পরিপূর্ণ। চরম উত্তেজনাময় হয়ে উঠেছিল এই খেলা। তবে শেষের হাসি যেন লেখা ছিল ভারতের কপালেই। টুর্নামেন্টে তিনবারের সাক্ষাতে তিনবার পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ভারত। তবে রবিবার ভারতের সাথে রীতিমত হাঁড্ডাহাড্ডি লড়াই হয়েছিল পাকিস্তানের। কোনভাবেই পাকিস্তান যেন তাদের জমি ছাড়তে নারাজ হয়ে গিয়েছিল। নবম এশিয়া কাপ ঘরে তুলেছে ভারত বর্ষ। এই কৃতিত্ব বুমরা থেকে সূর্য কুমারকে দিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। যদিও ভারতের তুলনায় এগিয়ে রয়েছে শ্রীলংকা তারা মোট ছয় বার এশিয়া কাপ জিতে ফেলেছে। দুবার চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। চোটের কারণে ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। অতিরিক্ত ব্যাটার হিসেবে সুযোগ পেয়েছিলেন রিংকু সিং। সাহেবজাদা ফারহান এবং ফখর জামান কার্যত বড় সুযোগ হাতছাড়া করে ফেলেছিলেন। তবে ভারত পাকিস্তানের এই ম্যাচে অনেকটাই নিষ্প্রভ হয়ে পড়েছিলেন অভিষেক শর্মা। তিলক বর্মা এবং সঞ্জু স্যামশন অবশ্য সেই ক্ষত অনেকটাই পূরণ করে দেন। চতুর্থ উইকেটে ৫০ বলে দুজনে ৫৭ রান করেন। শেষ ওভারে ভারতের ম্যাচ জেতার জন্য দরকার ছিল কেবল ১০ রান। তিলক দ্বিতীয় ছক্কা মারতেই মুষড়ে পরে পাকিস্তান। জয়ের তিলক মাথায় পড়ে ভারত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here