The Calcutta mirror desk: ‘চক দে ইন্ডিয়া’, উড়ল তেরঙ্গা! টিম ইন্ডিয়ার পাক-বধে দেশজুড়ে উৎসবে মাতলেন সেনা জওয়ানরা। বাইশ গজে জয়, সীমান্তে উল্লাস। এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারানোর পর শুধু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম নয়, দেশজুড়ে উৎসবের আবহ। তেরঙ্গা হাতে যখন পথে নেমেছেন সাধারণ মানুষ, তখন সেনাবাহিনীর শিবিরে শিবিরে বেজে চলেছে ‘চক দে ইন্ডিয়া’।রবিবার রাতে ভারত ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে দল যখন প্রথমেই তিন উইকেট হারিয়ে টালমাটাল, তখন এগিয়ে আসেন হায়দরাবাদের তিলক বর্মা । ৫৩ বলে অপরাজিত ৬৯ রানে গড়লেন ইতিহাস। সঙ্গত দেন সঞ্জু স্যামসন আর শিবম দুবে। শেষমেশ রিঙ্কু সিং বাউন্ডারি মেরে ম্যাচ শেষ করতেই আবেগের বিস্ফোরণ। নবমবার এশিয়া কাপ জয় টিম ইন্ডিয়ার।সেই তুঙ্গ মুহূর্তে শুধু দেশের রাস্তাঘাট, আড্ডার ঠেক নয়, দেশের তামাম সেনা শিবিরেও উল্লাসের ছবি। জম্মু, পুঞ্চ থেকে ছত্তিশগড়ের জঙ্গলে—যেখানে যেখানে ভারতীয় সেনা মোতায়েন, সেখানে সেখানে রাতের নৈ:শব্দ ভেঙে বেজে উঠল ঢাক-ঢোল। জওয়ানরা পতাকা হাতে কেউ নাচলেন, কেউ ঢেউ তুললেন দেশাত্মবোধক গানে। সেনার মুখপাত্র জানালেন, ‘এই জয় আমাদের এক করে দিয়েছে। দূরে থেকেও মনে হচ্ছে আমরা দেশের সঙ্গে আছি।’ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সেনাদের নাচ–গানের ভিডিও। ভেসে এসেছে হাজারো মন্তব্য!এদিকে, ম্যাচ শেষে সূর্যকুমার যাদবের ঘোষণা, পুরো টুর্নামেন্টের ম্যাচ ফি তাঁরা দান করবেন সশস্ত্র বাহিনীর জন্য। ভারত অধিনায়কের কথায়, ‘আমাদের মনে সেনারা সবসময়ই রয়েছেন। ওঁদের জন্য এই সামান্য উপহার!’ এই প্রতিশ্রুতি হয়তো অলক্ষেই ক্রিকেট আর জনওয়ানদের আরও কাছাকাছি নিয়ে এল।