The Calcutta mirror desk: আবহাওয়া দপ্তরের কথা মতই এলো বৃষ্টি। অষ্টমীর সকাল থেকে রোদে ফুরফুরে আবহাওয়া থাকলেও হঠাৎ করেই দুপুর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি। দক্ষিণ বঙ্গের সব জেলাতেই কমবেশি মেঘলা আকাশ। অষ্টমীর পুষ্পাঞ্জলী শেষ হতেই হঠাৎ করেই চলে এসেছে বৃষ্টি। সন্ধি পূজোর আগেই বৃষ্টি শুরু হয়ে যায়। শহরের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ছিল সকাল থেকেই। যদি অষ্টমীতে অতি ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। অষ্টমীর রাতে বেশ ভালই ঠাকুর দর্শন করা যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে শোনা যাচ্ছে অষ্টমীর রাতেই উত্তর আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। নবমী দশমী এবং একাদশী জুড়ে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দশমীতে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ মা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির এক পর্ব শুরু হবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গে। অষ্টমীর রাতে তেমন বৃষ্টি না হলেও নবমীর সকাল থেকে রাত পর্যন্ত বৃষ্টি হতে পারে অতি ভারী। উত্তর আন্দোলন সাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের কারণেই প্রবল বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। পুজো শেষ না হওয়া পর্যন্ত এই বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাই ঠাকুর দেখতে বেরিয়ে হাতে অবশ্যই সঙ্গে রাখুন ছাতা নইলে হতে পারে বিপদ। ধুয়ে মুছে যেতে পারে মেকআপ এবং নতুন ড্রেসের কারসাজি।