এক হাতে বালক শিবকে ধরে থাকেন তিনি, নবদ্বীপে মা অভয়া রক্ষা করেন সকলকে,

0
54

The Calcutta mirror desk: নদীয়ার নবদ্বীপ শ্রীকৃষ্ণ ও রাধারানীর স্থান হিসেবেই পরিচিত। অনেক প্রাচীন বনেদি এবং বারোয়ারি দুর্গাপূজা অনুষ্ঠিত হয় এই নবদ্বীপে। নবদ্বীপে অভয়া মা হিসেবে পুজো করা হয় মা দুর্গাকে। এই পুজোর বয়স ২৭৩ বছর। আসলে ভক্তদের সুরক্ষা প্রদান করতেই মায়ের এই রূপের পূজো করা হয় বলে জানা গিয়েছে। নেতাজি সুভাষ রোডে পাঁচমাঠার দক্ষিণ অঞ্চলে মা এখানে অভয়া রূপে পুজিত হন। শোনা যায় এই দেবীর মূর্তি খুঁজে পাওয়া গিয়েছিল মাটির নিচে। অতি ক্ষুদ্র একটি ধাতব দেবী মূর্তি পাওয়া গিয়েছিল আর সেটিকেই এখনো পর্যন্ত পুজো করা হয় তার ডান হাতে রয়েছে বরব হয় এবং বাঁ হাতে রয়েছে রহস্যময় একটি অস্ত্রের ভগ্নাংশ। বিশেষজ্ঞরা মনে করেন এটি আসলে গো সাপ। এই মূর্তি উদ্ধার করার পরেই শরৎকালে অকালবোধনে দেবীর পূজা করা হয়। অভয়া মায়ের পুজো স্থানীয় মুখোপাধ্যায় পরিবারের জন্য বরাদ্দ পুজো হিসেবেই মনে করা হয়। এই প্রতিমাকে বসানো হয় সিংহাসনে। প্রতিমা এখানে ১৬ বছরের কন্যা। বিশেষজ্ঞরা মনে করেন মায়ের কোলে এখানে বসে থাকেন স্বয়ংসিব তাকে বালক রূপে পূজা করা হয়। তার ডান হাতে আশীর্বাদি এবং বা হাতে ধরে রাখা হয় শিবকে। ঠিক যেমনভাবে ভগবান শিবকে ধরে রেখেছেন তিনি তেমনভাবেই মূর্তির আদলে পাথরের প্রতিমা এভাবেই এলাকার মানুষকে অভয় দান করে যান বলে মনে করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here