The Calcutta mirror desk: তুলা রাশিতে প্রবেশ করবে বুধ। কন্যা ছেড়ে তুলা রাশিতে বুধের এই প্রবেশের ফলে এই গোচর বিশেষ লাভ দায়ক হতে চলেছে কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য। মঙ্গল তুলা রাশিতে অবস্থান করছেন। এর ফলে তুলা রাশিতে বুধ এবং মঙ্গলের সংযোগ তৈরি হয়েছে। আগামী ১৮ই অক্টোবর পর্যন্ত এখানেই অবস্থান করবেন মঙ্গল এবং বুধ। ফলে কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে আসবে সুখ সমৃদ্ধির বন্যা। কন্যা রাশির জাতক-জাতিকাদের দ্বিতীয় ঘরে অবস্থান করবেন বুধ। এর ফলে আর্থিক দিক থেকে বলশালী হবেন তারা।
নতুন কোন কাজের সুযোগ চলে আসতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে আসবে মোর ঘোরানো পরিবর্তন। কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধি হতে পারে আবার বৈবাহিক জীবন হবে শুভ। ধনু রাশির জাতক জাতিকাদের একাদশ ঘরে অবস্থান করবেন বুধ। একই সাথে সেখানে রয়েছে মঙ্গল এর ফলে না হওয়া কাজগুলি সম্পন্ন হবে। টাকার নতুন নতুন উৎস তৈরি হবে। পারিবারিক সম্পর্ক হবে আরও মধুর। চাকরির ক্ষেত্রে সুবর্ণ সুযোগ আসতে পারে। পদোন্নতি হতে পারে চাকরি ক্ষেত্রে
। মীন রাশির জাতক জাতিকাদের পারিবারিক সমস্যার সমাধান হবে। ব্যবসা ক্ষেত্রে উচ্চ আয়ের সুযোগ রয়েছে। মানসিক বোঝা অনেকটাই কমবে। দূরে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। মনে রাখবেন এই তথ্যগুলি কেবল জ্যোতিষ নির্ভর এগুলো বিশ্বাস করাতে কোনভাবেই বাধ্য করে না আমাদের সংবাদ মাধ্যম।


