দ্য ক্যালকাটা মিরর ব্যুরো :
বিসর্জনের আগে দেবীবরণ৷ তার পর সিঁদুরখেলা৷ বাড়ির পুজো থেকে বারোয়ারি, সর্বত্র বিভিন্ন বয়সের মহিলাদের অংশ নিতে দেখা যায়৷ এই ক্ষেত্রে ব্যতিক্রম হাওড়ার ডোমজুড়ের হাটতলা বারোয়ারি সমিতির দুর্গাপুজো৷ এখানে দেবীবরণ করেন পুরুষরা৷ তার পর বরণ ও সিঁদুরখেলার সুযোগ পান মহিলারা৷
বিভিন্ন পুজো মণ্ডপে প্রতিমা দর্শন, থিম দেখার জন্য মানুষের ঢল নামে পঞ্চমী-ষষ্ঠী থেকেই৷ হাটতলা বারোয়ারিতে অবশ্য পুজোর দিনগুলিতে প্রতিমা দর্শনের জন্য যত মানুষ আসেন, তার থেকেই বেশি মানুষ আসেন ব্যতিক্রমী এই দেবীবরণ দেখতে৷ যাঁরা আসেন, তাঁদের অনেকের মনেই প্রশ্ন জাগে, কেন এই ব্যতিক্রম?
হাটতলার এই দুর্গাপুজো এখন বারোয়ারি সমিতির হাতে থাকলেও শুরু হয়েছিল জমিদার বাড়িতে৷ সে প্রায় তিনশো বছর আগের ঘটনা৷ সেই সময় ওই এলাকার জমিদার ছিলেন বর্ধমান রায় ও সঙ্গম রায়৷ তাঁদের হাতে শুরু হয় এই পুজো৷ তখন মহিলারা অন্দরমহলেই থাকতেন৷ বাইরের লোকের সামনে আসতেন না৷ তাই বিসর্জনের আগে দেবীবরণেও মহিলারা বাইরে আসতেন না৷ কিন্তু বরণ ছাড়া তো উমাকে বিদায় জানানো যায় না৷ সেই কারণে পরিবারের পুরুষরাই এগিয়ে আসেন৷ শুরু করেন দেবীবরণ৷