The Calcutta mirror desk: দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছিল গুঞ্জন অবশেষে সেই গুঞ্জন হল সত্যি। ঘরোয়া অনুষ্ঠানে বাগদান সারলেন অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা এবং অভিনেত্রী রশ্মিকা মান্দানা। ঘুরতে যাওয়া থেকে শুটিং বিভিন্ন সময় তাদের একসাথে দেখা গিয়েছে বারবার। খুব তাড়াতাড়ি নাকি সাত পাকে বাঁধা পড়বেন এই জনপ্রিয় জুটি। এর আগে অবশ্য নিজেদের সম্পর্ক নিয়ে কখনোই তেমন কথা বলতে দেখা যায়নি তাদের। শুক্রবার একটি পারিবারিক অনুষ্ঠানে একে অপরের সাথে আংটি বদল সম্পন্ন করেছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির এই জনপ্রিয় দুই অভিনেতা অভিনেত্রী।
বিজয়ের বাড়িতেই এই বাগদান সম্পন্ন হয়। এর আগে তাদের দুজনকেই বারবার একসাথে দেখা গেলেও কখনো সেই কথা স্বীকার করেননি তারা। পরিবারের লোকজন এবং ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু বান্ধব এই বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। আগামী বছরের একেবারে শেষের দিকেই বিয়ের পরিকল্পনা করেছেন তারা। তাদের এক প্রতিনিধি জানিয়েছেন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে চার হাত এক হবে তাদের। রস্মিকা এবং বিজয়ের অনুগামীরা রীতিমত উচ্ছ্বসিত। প্রথমবার তাদের গীত গোবিন্দম ছবিতে জুটি বাঁধতে দেখা গিয়েছিল। এরপর বেশ কয়েকটি ছবিতে একসাথে অভিনয় করেন তারা। দক্ষিণ ইন্ডাস্ট্রির অন্যতম হিট জুটি হিসেবেও পরিচিত। বিদেশে তারা একসাথে বেড়াতে গেলেও কখনো যুগলের ছবি পোস্ট করতেন না। খুব তাড়াতাড়ি তাদের একটি নতুন ছবি রিলিজ করতে চলেছে।
সম্পর্কের গোপনীয়তা বরাবর বজায় রেখেছেন তারা। সিনেমা জগতে আসার আগেই একবার বাগদান সম্পন্ন হয়েছিল অভিনেত্রী রশ্মিকার। যদিও সেই সম্পর্ক টেকেনি। যদিও বিজয়ের সম্পর্কে এর আগে কখনোই শোনা যায়নি কোন লুকোচুরি কথা। তবে এবার দুই অভিনেতা অভিনেত্রী আগামী দিনে একসাথে চলার বার্তা দেওয়া যারপরনাই খুশি তাদের ভক্তরা।


