The Calcutta mirror desk: রবিবার মহিলা ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। তবে বিশ্বকাপের মঞ্চে এবার ভারতকে হারানোর জন্য রীতিমতো উঠে পরে লেগেছে পাকিস্তান। এর আগে ভারতের পুরুষ দলের কাছে গোহারা হেরেছিল পাকিস্তান তবে এবার মহিলাদের হারানোর জন্য উদ্যোগী হয়ে উঠেছে পাকিস্তান। মহিলা বিশ্বকাপে ভারতকে পাকিস্তান হারিয়ে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
মহিলা ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে এই হাই ভোল্টেজ ম্যাচে ভারতে হারিয়ে তারাই জয়ের শিরোপা অর্জন করবে বলে আশাবাদী ফাতিমা সানা। পুরুষদের দল এশিয়া কাপে ভারতের কাছে একবার নয় তিন তিনবার হেরে গিয়েছে।। তবে এই রেকর্ড নিয়ে মোটেই চিন্তিত নয় ফাতিমা। পাকিস্তানের মহিলা ক্যাপ্টেন বলছেন ভারত-পাকিস্তানের মধ্যে যে রেকর্ড রয়েছে তা একেবারেই ভাঙ্গা অসম্ভব নয়। পাকিস্তান ভারতে হারাতে পারবে না এমনটাও নয়। উল্টো দিকে প্রতিপক্ষ কারা রয়েছে তাদের জন্য ভাবার অবকাশ নেই বললেই চলে। পাকিস্তানের কাছে যে শক্তি রয়েছে তা দিয়ে তারা শুধু ভারত নয় পৃথিবীর যেকোনো দেশকে হারিয়ে দিতে পারে বলে জানিয়েছেন তারা।
তিনি বলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি পাকিস্তানের মধ্যে এই শক্তি রয়েছে প্রত্যেকেই এই ম্যাচে নামার জন্য মুখিয়ে রয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বারবার হেরে গেলেও, ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে পাকিস্তানে এমনটাই বলছেন তিনি। তাই ভারতের মতন যে কোন দেশ তাদের মুখোমুখি হলে তাদের হারিয়ে শীর্ষস্থানে পৌঁছাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের মহিলা দলের প্রধান।