বিহার বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা করল নির্বাচন কমিশন !

0
23

দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : 

২ দফায় ভোট হতে চলেছে বিহারে (Bihar Election 2025)। এদিন বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা করে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। জানা গেছে, আগামী ৬ ও ১১ নভেম্বর ভোট হতে চলেছে বিহারে। ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর। এদিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন।সংবাদপত্রের সাবস্ক্রিপশন

বিহারে মোট ২৪৩টি আসন রয়েছে। আগামী ২২ নভেম্বর সেখানে বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হবে। নির্বাচনের দিন ঘোষণার আগে গত ৩ মাস ধরে বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলেছে। তাতে মোট ৬৫ লক্ষ নাম বাদ যায়। পরে সংযুক্ত হয় নতুন ২১ লক্ষ নাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here