The Calcutta mirror desk: এখানে দুর্গাপূজো নয় লক্ষ্মী পুজো পাঁচদিন। লক্ষ্মী পূজার আনন্দে মেতে ওঠেন সকলে। লক্ষ্মী পূজার জন্য বসে মেলা। আর এই মেলার প্রধান আকর্ষণ জিলিপি। ঝারগ্রামের বিনপুরের হারদা গ্রামে লক্ষ্মীপূজো হয় পাঁচ দিন ধরে। সেখানকার মানুষ পাঁচ দিনের জন্য আলাদা আলাদা পোশাক কেনেন। দুর্গা নয় লক্ষ্মী আসার অপেক্ষায় থাকেন সেখানকার সাধারণ মানুষ। তবে এখানে শুধু লক্ষ্মী নন বিষ্ণু এবং তার দুই স্ত্রীও পুজিত হন। পাঁচ দিন ধরে এখানে চলে উৎসবের আমেজ। দেবী লক্ষ্মীর প্রসাদে নিবেদন করা হয় জিলিপি।। দেবী লক্ষ্মীর প্রিয় খাবার এখানে জিলিপি। এই গ্রামে জিলিপি বানানো হয় চালের গুঁড়ো এবং বিউলির ডালের গুঁড়ো দিয়ে। এই জিলাপির রয়েছে এক বিশেষ বিশেষত্ব।
এই জিলিপি বাড়িতে আড়াই সপ্তাহ রেখে দিলেও তা নষ্ট হয় না। বাড়িতে আড়াই সপ্তাহ এই জিলিপি রেখে দিলেও তা নষ্ট হবে না কোনদিন।। লোভনীয় জিলিপি খাওয়ার জন্য পর্যটকরা দূর-দূরান্ত থেকে ছুটে আসেন। বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলা থেকে অসংখ্য পর্যটকরা ছুটে আসেন এই জিলিপি খাওয়ার জন্য। তবে একাধিক জিলিপি নয় একটিমাত্র দোকানকেই দেওয়া হয় এই জিলিপি তৈরির বরাত। সেই একটিমাত্র দোকানেই জিলিপি বিক্রি করা হয় এবং সেখানেই চলে এই জিলিপি বিক্রির নিলাম।
শুধুমাত্র খাওয়ার জন্য নয় দেখার জন্যও বহু মানুষ ভিড় করেন এখানে। লক্ষ্মী পুজো কমিটির তরফ থেকে বেঁধে দেওয়া হয়েছে দাম সেইমতো জিলিপির দাম থাকে একশো টাকা কেজি। জিলিপি বিক্রি হয় প্রায় ১৫০০ থেকে ১৬০০ কুইন্টাল। জিলিপি খাওয়া এবং দেবী লক্ষ্মীর দর্শন করতে আপনিও যেতে পারেন এখানে।


