উত্তরবঙ্গে পৌঁছে গেল দেবের ত্রাণ, বানভাসি মানুষের পাশে রঘু ডাকাত

0
28

The Calcutta mirror desk: দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গ। পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে তবে এখনো পর্যন্ত ভয় কাটেনি সাধারণ মানুষের। উত্তরবঙ্গের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। একই সাথে উত্তরবঙ্গে ছুটে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা ২৯।

মৃতদের পরিবারকে একটি করে সরকারি চাকরি এবং পাঁচ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে বলে ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে গ্রাউন্ড জিরোতে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছেন তিনি। দলমত নির্বিশেষে অসংখ্য মানুষ ছুটে গিয়েছেন উত্তরবঙ্গে। এবার উত্তরবঙ্গের সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দেব। ব্যানার টাঙিয়ে মঙ্গলবার ত্রান সামগ্রী বিলি করে তার টিম সেই ব্যানারে লেখা থাকে উত্তরের বন্যায় দেব। উল্লেখ উত্তরবঙ্গের মতন বন্যাপ্রবণ ঘাটাল। সেখানেও বছর ভোর জল দাঁড়িয়ে থাকে। নিজের সংসদ এলাকায় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে না পারার ক্লেসের কথা বারবার জানিয়েছেন দেব। ইতিমধ্যেই সাম্প্রতিক ছবির শুটিং ছেড়েছেন উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় গিয়েছিলেন তিনি। সেই এলাকা আজ বানভাসি। তাই তাদের কাছে মানবিকতার স্বার্থে পৌঁছে গেলেন পর্দা রঘু ডাকাত।

মঙ্গলবার তিনি বলেন এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে যেভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে মানুষের উচিত মানুষের পাশে দাঁড়ানো। সেই মানবিকতা থেকে ত্রাণ সামগ্রী পাঠিয়েছি। দুর্যোগ কেটে গিয়ে যাতে সবাই স্বাভাবিক জীবনে ফেরেন সেই কামনাই করি। উত্তরবঙ্গে বারবার গিয়েছেন দেব কখনো ছবির প্রচার কখনো শুটিং আবার কখনো রাজনৈতিক প্রচারের জন্য। তবে এবার তিনি সরাসরি জায়গায় উপস্থিত থাকতে না পারলেও তার মানবিকতার নজির দেখালেন আবারও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here