অবিকল জগন্নাথ দেব, এই গ্রামে পুজিত হন জগন্নাথরুপী কালী

0
45

The Calcutta mirror desk: দেবী কালীর নানান নাম। কেউ তাকে ডাকেন ভুবনেশ্বরী আবার কেউ ডাকেন দক্ষিণা কালী রূপেগোটা ভারতবর্ষে বিভিন্ন রূপে পুজিত হন তিনি। কখনো তিনি উগ্রচন্ডী রূপে আবার কখনো তিনি শান্ত রূপে পূজিত হন। ঠিক তেমনি একটি গ্রাম রয়েছে যেখানে দেবী আরাধ্য জগন্নাথের রূপ।।

শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যিনি কালি তিনি কৃষ্ণ। আবার স্বামী বিবেকানন্দ একসাথে কালী এবং কৃষ্ণের দেখা পেয়েছিলেন। কেউ কেউ বলে থাকেন কৃষ্ণের মহিলা রূপ নাকি কালি। তবে জগন্নাথের মতন দেখতে কালি এই বাংলাতেই আরাধিত। তার চোখের আকার জগন্নাথ দেবের মত শুধু তাই নয় তার কালো মুখ বড় বড় চোখ এবং ঠোঁটের আকার পুরোপুরি জগন্নাথের মতন। দেবী চতুর্ভূজা। তার জীভ বাইরে বের করা এবং হাতে রয়েছে অস্ত্র গলায় মুন্ডমালা। দেবীর পদতলে শুয়ে রয়েছেন মহাদেব। জগন্নাথ রূপে তিনি পুজিত হওয়ার অন্যতম কারণ গণদেবতা রূপে তাকে পুজো করা হয় এই এলাকায়। এক সময় পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যাতে দেবী কালীর মূর্তি জগন্নাথের আদলে তৈরি করা হতো। শাস্ত্র অনুযায়ী জগন্নাথ এবং দক্ষিণা কালীর মধ্যে রয়েছে এক আশ্চর্য মিল। আবার বীজ মন্ত্রে কালী ও জগন্নাথকে একসঙ্গে গাঁথা হয়েছে। বাংলার বীর গোবিন্দপুরে এই গ্রামে সবচেয়ে প্রসিদ্ধ এই কালি।

যাকে দেখতে পুরোপুরি জগন্নাথের মতন। এমনকি জগন্নাথ মন্দিরে যেমন ভাবে তৈরি করা হয় ভোগ সেভাবেই দেবীকে অর্পণ করা হয় তার মহা ভোগ। যদিও পুজোর ধরনে কিছুটা পার্থক্য রয়েছে। সারা বছর দেবীর মন্দিরে কাঠামো রাখা থাকে এছাড়া কালি পূজোর সময় বিশেষ পুজো করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here