The Calcutta mirror desk: একটি নিমগাছেই পুজিত হন দেবি কালী। নিম গাছের মধ্যেই একসময় তার আরাধনা শুরু করেছিলেন ডাকাতরা। সেই থেকেই নিমগাছে চলে তার পুজো। তিনি এখানে ঝুপো কালী। প্রায় ৩০০ বছরেরও বেশি সময় ধরে একটি নিম গাছের মধ্যেই পুজিত হয়ে থাকেন তিনি। গভীর জঙ্গলে ঢাকা ছিল এই এলাকার সেখান থেকেই ডাকাতি করতে যেতেন বর্গী বাহিনী। একসময় একটি নিম গাছকে শক্তি বাহিনী দেবী কালী হিসেবে পুজো করতেন তারা।
সেখানেই মাথা ঠেকিয়ে প্রণাম করতেন। সময়ের সঙ্গে সঙ্গে ডাকাতদের সেই আস্তানা নিশ্চিহ্ন হয়ে যায়। তবে থেকে যায় তাদের সেই নিম গাছ। সেই নিম গাছে বছরে পর বছর ধরে পূজিত হয়ে আসেন দেবী কালী। ঝোপঝাড়ের মধ্যে রয়েছে এই নিম গাছ। সেই কারণেই দেবীকে এখানে পুজো করা হয় ঝুপো কালী বলে। এখানে নিয়মিত চলে শক্তির আরাধনা। নিম গাছের শিকড় জড়িয়ে থাকে একটি পূজার স্থল । বারো মাস এখানে পূজো হয় তবে দীপান্বিতা অমাবস্যার সময় ভক্তদের ভীর উপচে পড়ে। দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তরা ছুটে আসেন।
ভক্তদের বিশ্বাস এই নিম গাছে দেবী কালি বসবাস করেন তিনি তার ভক্তদের রক্ষা করেন। গোটা গ্রাম জুড়ে কারোর কোন বিপদ আসতে দেন না। দেবীকে সন্তুষ্ট করবার জন্য কোন বিশেষ পূজা অর্চনার দরকার নেই কেবল ভক্তিভরে তাকে ডাকলেই চলে।


