The Calcutta mirror desk: নৈহাটি মানেই বড়মা। দূরদূরান্ত থেকে অসংখ্য ভক্তরা ছুটে আসেন বড়মার কাছে । লোকে বলেন বড়মা নাকি খুবই জাগ্রত। সকলের মনস্কামনা পূর্ণ করেন তিনি । এবারে এই বড়মার পূজা ১০২ বছরে পদার্পণ করতে চলেছে । এই পুজো নিয়ে রয়েছে চরম ব্যস্ততা। মন্দির কর্তৃপক্ষের জন্য পুজোর কাউন্টার খুলে দেওয়া হচ্ছে ১৩ ই অক্টোবর থেকেই।
পুজোর আগে রাতে এসে যাতে ভক্তরা ভিড় না করেন তার জন্য আগে থেকেই খুলে দেওয়া হচ্ছে এই কাউন্টার। আগামী ২০শে অক্টোবর কালীপুজো। ভক্তদের সুবিধার জন্য ৭ দিন আগে থেকে এই গ্রহণ করা হবে পুজো। এমনকি অনলাইনে রয়েছে পুজো দেবার ব্যবস্থা। নাম গোত্র লিখে পাঠিয়ে দিলেই সরাসরি মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হবে পুজো। মাটির বড়মা তো বটেই এমনকি মন্দিরের কষ্টিপাথরের মূর্তিতেও পুজো দেবেন অনেকে। নব নির্মিত এই কষ্টিপাথরের দেবীকে দেখতে ইতিমধ্যেই ভক্তদের ভিড় জমে গিয়েছে। ভিআইপি সফর এবং লক্ষ লক্ষ ভক্তদের সমাগম ঘিরে তৎপরতা চোখে পড়েছে।
ব্যারাকপুর পুলিশ কমিশনার মুরলীধর শর্মা অরবিন্দ রোড নিজেই পরিদর্শন করেছেন। মন্দির কমিটির তরফ থেকে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছিল। কিভাবে ভিড় সামাল দেওয়া হবে কোন রাস্তা দিয়ে প্রবেশ করবেন ভিআইপি এবং সাধারন মানুষ সেদিকেও বিশেষ লক্ষ্য রাখা হচ্ছে।