প্রয়োজন নেই রোহিত বিরাটের! ভারতের সেরা অধিনায়ক শুভমান?

0
11

The Calcutta mirror desk: এবারে বিশ্বকাপে আর পুরনোদের দরকার নেই? তবে কি প্রয়োজন ফুরিয়েছে পুরনো চালের! অস্ট্রেলিয়ার সীমিত ওভারের দল নির্বাচন হয়েছে সেখানে বিরাট কোহলি এবং রোহিত শর্মা সুযোগ পেয়েছেন! তবে সুযোগ পেলেও তারা কি বিশ্বকাপে থাকবেন , ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগে ক্রিকেটার শুভমান গিল দিলেন বড় বার্তা। তিনি বলেন রোহিত এবং বিরাটের যে অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে তা অনেক কম ক্রিকেটারের মধ্যে থাকে।

তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা বিশ্বের খুব কম খেলোয়াড়দের কাছে রয়েছে। তবে এই প্রসঙ্গে দলের প্রধান নির্বাচক অজিত আগরকর আগে জানিয়েছিলেন, রোহিত এবং বিরাট বিশ্বকাপ খেলবেন কিনা তা নিয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত কিছু জানানো হয়নি। এদিকে রোহিতকে সরিয়ে শুভমনকে ক্যাপ্টেন্সিতে বসানোর পর থেকেই নানান চর্চা শুরু হয়ে গিয়েছে। একটি সাংবাদিক বৈঠকে শুভমান জানান রোহিতের থেকে অনেক গুণ শিখতে পেরেছি। গোটা দলের মধ্যে কিভাবে বন্ধুত্ব তৈরি করতে হয় সেটা একমাত্র পারেন তিনি।

আগামী কয়েক মাসে যে ট্রফি সামনে আসছে সব কিছুতেই জিততে চান তারা বলে জানিয়েছেন বর্তমান অধিনায়ক। অস্ট্রেলিয়ায় সীমিত ওভারে এই নির্বাচনে ঠিক কি কি নির্ধারিত হয়েছে সেই ব্যাপারে অবশ্য ভারতীয় টিম তেমন কিছু খোলসা করেনি। টেস্টের অধিনায়ক হয়েছেন শুভমান কয়েক মাস আগেই। ইংল্যান্ডে গিয়ে পেয়েছেন বেশ কয়েকটা সাফল্য। আর এরপর থেকেই প্রশ্ন উঠেছে তবে কি এবার নোটে গাছ মুড়িয়ে যাবে। প্রয়োজন ফুরিয়ে যাবে রোহিত শর্মা এবং বিরাট কোহলিদের। আর সেই জায়গা দখল করবে শুভমান এবং নতুনরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here