The Calcutta mirror desk: আলোর উৎসবে আলোর ঘনিয়ে আসছে কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে। এত দিনের অন্ধকার মুছে গিয়ে দীপাবলীর আলোয় আলোকিত হবে তাদের জীবন। দীপাবলি মানে অনেক দ্বীপের আলো। আর এই দীপাবলীর সময় পাঁচটি রাশির জাতক জাতিকারা হয়ে উঠতে পারেন সোনায় সোহাগা। ধন-সম্পদ এবং আর্থিক প্রতিপত্তি বেড়ে যাবে।
কারা কারা লক্ষীনারায়নযোগের সুফল লাভ করবেন। কোন কোন জাতক জাতিকাদের জীবনে আসবে সুখ সমৃদ্ধি। প্রথমেই রয়েছে তুলা রাশি। ২০২৫ সালের দীপাবলি তাদের জন্য অত্যন্ত বিশেষ। মা লক্ষ্মীর কৃপায় ধনধান্যে ভরে উঠবেন তারা। মনের মতন সাফল্য অর্জন করবেন। ধনু রাশির জাতক-জাতিকারা সাফল্যের সেরা উচ্চতায় পৌঁছে যাবেন। আর্থিক পরিস্থিতি হবে সুগম। যুবকেরা কর্মজীবনে নতুন উদ্যম পাবেন। শুধু তাই নয় স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন আরো তীব্র হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য সোনার মতন ঝকমকি উঠবে। শেয়ার বাজারে বিনিয়োগ করলে তা অত্যন্ত শুভ হবে। দীর্ঘদিনের সমস্যা শেষ হবে এমনকি শিক্ষা ও ভ্রমণের ক্ষেত্রে বিশেষ শুভ এই সময়টা। বৃষ রাশির জাতক-জাতিকারা হঠাৎ ধন পেতে পারেন। শুক্র গ্রহ দ্বারা প্রভাবিত এই রাশি। এদের জীবনে শুধুই সমৃদ্ধ। দীর্ঘ দিনে চলা আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন তারা
। মিথুন রাশির জাতক জাতিকারা সমৃদ্ধি এবং প্রাচুর্যের অধিকারী হবেন। ব্যবসায় এবং কর্মজীবনে বিশেষ উন্নতি হবে। কোথাও থেকে টাকা পেতে পারেন। মনে রাখবেন এই তথ্যগুলি কেবল জ্যোতিষ নির্ভর এগুলি বিশ্বাস করাতে বাধ্য করে না আমাদের সংবাদ মাধ্যম।