কলকাতায় এসেই পরোটার দোকানে, মেসির সাথে দেখা হবে রাজুদার?

0
33

The Calcutta mirror desk: কলকাতায় আসছেন মেসি। সেই খবরটা ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে । ভক্তরা ইতিমধ্যেই উৎকণ্ঠে অনেকে তো আবার তাকে দেখবার জন্য টিকিট বুক করে ফেলেছেন। ২০২৫ সালে অবশেষে দীর্ঘদিনের প্রতীক্ষা এবং অসম্ভবের সম্ভব হতে চলেছে। কলকাতা মানেই নানান বিনোদন। ভারতের এই অতি পুরাতন শহরে লুকিয়ে রয়েছে একদিকে যেমন নানান ইতিহাস অন্যদিকে নানান বৈচিত্র ও ঐতিহ্য।

তবে কলকাতায় এসেই নাকি রাজুদার কাছে যাবেন মেসি। ফুটবল মাঠের তিনি যেমন জাদুকর ঠিক তেমনি কলকাতা শহরে পরোটার জাদুকর এই রাজুদা। শিয়ালদহের কোলে মার্কেটে পরোটার দোকান রয়েছে তার। সেই পরোটার দোকানে পাওয়া যায় পরোটার সাথে আনলিমিটেড তরকারি কাঁচা লঙ্কা পেঁয়াজ। যেখানে চার পিস পরোটা দেওয়া হয় কুড়ি টাকায়। দলে দলে খাদ্যপ্রেমীরা এসে ভিড় করেন তার কাছে। এবার নাকি তার কাছে আসছেন স্বয়ং লিওনেল মেসি। কলকাতায় এসেই নাকি সোজা রাজুদার দোকানে চলে যাবেন তিনি। সেখান থেকে পরোটা খাবেন তিনি। কিন্তু সত্যিই কি এমন ঘটনা সম্ভব। অত বড় স্টার সত্যিই কি আসবেন কলকাতা শহরের ফুটপাথের এই দোকানে। আসলে এই অসম্ভবকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দ্বারা সম্ভব করে তুলেছেন শতদ্র দত্ত। শতদ্রু ইতিমধ্যেই তার মুন্সিয়ানার মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন সেই কাল্পনিক দৃশ্যকে। রাজুদার সঙ্গে মেসির দেখা হলে ঠিক কেমন হবে। মেসি এবং রাজুদা যদি মুখোমুখি হন তবে যে কি হতে পারে। তার একটা বর্ণনায় যেন তুলে ধরেছেন তিনি।

যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে রাজুদার পকেট পরোটার হাতে তুলে নিয়েছেন মেসি। এরপর একগাল হাসছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে রীতিমত অবাক করে দিয়েছেন শতদ্রু সকলকে। তবে এই বিষয়কে ট্রোলিং হিসেবে দেখতে নারাজ তিনি। কলকাতার অভিনবত্বকে কিভাবে চাক্ষুষ করবেন ফুটবলের জাদুকর সেই দৃশ্যই যেন তুলে ধরা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here