The Calcutta mirror desk: পশ্চিমবাংলা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান গল্পকথা। তেমনি দেবী কালীকে নিয়ে শোনা যায় নানান কথা কাহিনী। কোথাও তিনি জীবন্ত রূপে বসবাস করেন আবার কোথাও তিনি স্বয়ং ভক্তদের জীবন বাঁচান। কোথাও তিনি সংহারকারীনি আবার কোথাও তিনি ভক্তদের জন্য ত্রাতা। ঠিক তেমনি উত্তর কলকাতার শুকিয়া স্ট্রিটে রয়েছে মা শ্যামা সুন্দরী।
শোনা যায় কলকাতার এই শ্যামা সুন্দরী মা নিজে হাটেন কথা বলেন এমন কি ভক্তদের বাড়িতে ঘুরতেও যান। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এখানে দেবীকে জীবন্ত প্রতিমা হিসেবেই পুজো করা হয়। তাকে মেয়ের মতন দেখেন সকলে। এই মন্দিরে অম্বুবাচী পালন করা হয় না কারণ মনে করা হয় দেবী এখানে বালিকা। তাই অম্বুবাচীর সময় এই মন্দির খোলা থাকে। এখানে ভোগে ঠাকুরকে দেওয়া হয় না মাছ-মাংস বরং এখানে মায়ের পছন্দ মতন খাবার এমনকি চকলেট পর্যন্ত দেওয়া হয়। এখানকার মানুষের স্থির বিশ্বাস মা কখনো কাউকে ছেড়ে যান না বরং সকলকে মা আশীর্বাদ করেন। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সকলের নিত্য যাতায়াত এই মন্দিরে। গর্ভগৃহে মায়ের ছোট্ট মূর্তি দেখা যায় এছাড়া মায়ের সাথে রয়েছেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা। উত্তর কলকাতার মন্দিরের এই কথা ছড়িয়ে পড়েছে দূর দুরান্তে, ভক্তরা এসে এখানে প্রসাদ বিতরণ করেন।
মায়ের স্বপ্ন আদেশ ছিল কেউ যেন এখান থেকে না খেয়ে না যান।এই মন্দিরে বহু ভক্তদের ভিড় তারা বিশ্বাস করেন মা তাদের মনবানসাপূরণ করেন। আবার কেউ কেউ বলেন মাকে এখানে চোখ মেলতে দেখা যায়। একটি মাত্র প্রদীপ জ্বালিয়ে অমাবস্য্যায় আরাধনা করা হয় মায়ের। কেউ কেউ আবার গলাকাটা অমাবসায় মায়ের উপস্থিতি টের পেয়েছেন। প্রতি অমাবস্যায় ভক্তরা ছুটে আসেন এখানে।


