The Calcutta mirror desk: হঠাৎ যেন আকাশ হেসে উঠেছে। বৃষ্টির দেখা আর নেই বললেই চলে। বৃষ্টি না হওয়ায় রোদের মুখ দেখা গিয়েছে আকাশে। এরমধ্যেই এসি কিংবা পাখা বন্ধ করে দিতে হচ্ছে ঘরে। তবে কি এবার শীতের আগমন হল। সত্যি সত্যি কি অক্টোবর মাস আসতেই শীতের দেখা পাওয়া যাবে। নভেম্বর মাস থেকে কি তবে কম্বল বার করতে হবে। বাঙালিকে সাধারণত শীত কাতুরে হিসেবেই চেনা যায়।
ভোরের আকাশে এখন শিশির পড়ছে। তাপমাত্রা অনেকটাই নিম্মুমুখী। বাতাসে আদ্রতা অনেকটাই কমে গিয়েছে যার ফলে বৃষ্টি আসবে না বলেই মনে করা হচ্ছে। আপেক্ষিক আদ্রতাও কমে গিয়েছে। আগামী সপ্তাহে রয়েছে কালীপূজো। এরপরে রয়েছে দীপাবলি ধনতেরাস। এর মধ্যেই শীতকালের আগমন ঘটবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানিয়েছে বৃষ্টি কোনটাই রোদের মুখ দেখা গিয়েছে আর এর প্রভাবেই একটু একটু করে শীতের আগমন ঘটবে বাংলায়। ১৫ই অক্টোবর আনুষ্ঠানিকভাবে বাংলা থেকে বর্ষা বিদায় নেবে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।
দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে আগামী তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুই দিনাজপুরে আবহাওয়া অনেকটাই শুষ্ক। ৩২ থেকে ৩৪ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করলেও রাতের দিকে তাপমাত্রা অনেকটাই কমবে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। তবে নির্ধারিত সময়ের আগেই হেমন্তের পূর্বেই কি বাংলাতে? শীতের আগমন ঘটবে? তাই নিয়ে চিন্তায় বিশেষজ্ঞরা।