দ্য ক্যালকাটা মিরর ডেস্ক : এই বছর কালী পুজো জুন ২০ অক্টোবর, সোমবার। তাই ভূত চতুর্দশী পালন হবে ১৯ অক্টোবর, রবিবার।
চোদ্দ শাকে কী থাকে?
১. ওল
২. কেউ
৩. বেতো
৪. সর্ষে
৫. কালকাসুন্দে
৬. জয়ন্তী
৭. নিম
৮. হেলঞ্চা বা হিঞ্চে
৯. শাঞ্চে বা শালিঞ্চা
১০. গুলঞ্চ
১১। পলতা বা পটুক পত্র
১২. ভাঁটাপাতা
১৩. শুলফা
১৪. শুষনী