The Calcutta mirror desk: একই অঙ্গে মায়ের নানান রূপ। কখনো তিনি কাল ভয়ংকরী আবার কখনো তিনি শান্ত। কখনো তিনি দাঁড়িয়ে থাকেন শিবের উপরে আবার কখনো শিব তার উপরে দাঁড়িয়ে থাকেন। কলকাতার দর্জি পাড়া ব্রহ্মচারী কালী সবার থেকে আলাদা। এই কালির রূপ একেবারেই আলাদা। বরং মায়ের সাথে এখানে নেই মহাদেব। গলায় মুন্ডু মালা নেই। অথচ দেবি রক্তবর্ণা তার চোখ যেন ঠিকড়ে বেরিয়ে এসেছে
। দেবীর বেদি এবং মূর্তি তৈরি করা হয়েছে নীমকাঠ দিয়ে। ১৮৬০ খ্রিস্টাব্দে এই মূর্তিটির তৈরি করা হয় বলে জানা যায়। এখানে দেবী রক্তবর্ণা তবে দেবীকে এখানে ভয়ঙ্কর রূপে পূজা করা হয় না।। বরং তিনি এখানে অনেকটাই সৌম্য শান্ত। তিনি এখানে তার ভয়ংকর রূপের মধ্যেও যেন এক প্রসন্ন বাণী ছড়িয়ে দিয়েছেন। উত্তর কলকাতার এই পুজো দেখতে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তরা ছুটে আসেন। প্রতিবছর মায়ের অঙ্গ রাগ করা হয়। ভক্তরা আসেন দেবীর কাছে তাদের মনস্কামনা জানিয়ে। সেই মনস্কামনা পূরণ হলেই দেবীর পূজা দেন তারা। কালীপূজা উপলক্ষে এই মন্দির সেজে উঠেছে একই সাথে মাকে সাজানো হয়েছে তার নতুন বেশে।
দর্জি পাড়ার এই কালী মন্দির অত্যন্ত জাগ্রত বলে মত স্থানীয় মানুষের। শুধুমাত্র শহর কলকাতা নয় অন্যান্য পার্শ্ববর্তী জেলা থেকেও প্রচুর ভক্তরা এখানে আসেন। এখানে নিয়মিত মাকে ভোগ দেওয়া হয় এবং মায়ের প্রসাদে থাকে রকমারি খাবার। ভক্তদের মনস্কামনা পূর্ণ হলে, মাকে নানান উপহার দিয়ে সাজিয়ে দেন তারা। কালী পূজার অমাবস্যায় দুপুর থেকেই চলছে মায়ের আরতি এবং ভোগ দর্শন।