The Calcutta mirror desk: চার্চের মধ্যেই কালীপুজো। এক অন্যরকম ঘটনার সাক্ষী থাকলো লন্ডন। যেখানে বাংলার মাটি এবং সংস্কৃতিকে আরো বেশি করে পরিচিতি প্রদান করতে চার্চের মধ্যেই কালীপুজোর আয়োজন করা হলো। পুজোর দিন সোমবার হওয়ায় কর্মজীবীরা সহজেই চার্চে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন তারা।
প্রবাসের মাটিতে বাঙালি ঐতিহ্যকে রক্ষা করতেই এই বিশেষ উদ্যোগ বলে জানিয়েছেন তারা। বাঙালি সংস্কৃতির এক আলাদা ঐতিহ্য বহন করতেই এই বিশেষ উদ্যোগ বলে জানা গিয়েছে। প্রসঙ্গত দীপাবলি মানেই আলোর উৎসব এই আলোর উৎসবে আলোয় ভরিয়ে দিতে বিদেশের মাটিতেও আয়োজন করা হয়েছে কালীপুজোর। শুধুমাত্র কালীপুজোর আয়োজন নয়, থাকছে ভোগের আয়োজন এবং আরও অনেক কিছু। কালীপুজোর সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যেখানে নাচ গান আবৃত্তি সহ আরো একাধিক আয়োজন রয়েছে। উল্লেখ্য বিদেশের মাটিতে দুর্গাপুজোর যেমন আয়োজন থাকে তেমনভাবেই কালীপুজোকে সাজিয়ে তুলতেও এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
পূর্ব ক্রয়ডন ইউনাইটেড রিফর্ম চার্জে এই কালীপুজোর আয়োজন করা হয়েছে। প্রবাসী বাঙালি সংস্কৃতি এবং সিবিসি কালীপুজো ও দেওয়ালী সেলিব্রেশন কমিটি এর আয়োজন করেছে। কালীপুজোর আনন্দে সকলকে মাতিয়ে তুলতে এই প্রথম বছর খ্রিস্টান ধর্মাবলম্বীদের চার্চে এর আয়োজন করা হলো বলে জানিয়েছেন তারা। প্রতি বছর এমন আয়োজন করা হবে বলেও জানিয়েছেন তারা।