ভাই ফোটার পর ধেয়ে আসছে বৃষ্টি, কোন কোন জেলায় থাকবে মেঘলা আকাশ

0
19

The Calcutta mirror desk: বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত। উৎসবের মধ্যেই আকাশের মুখ ভার। বঙ্গোপসাগরের উপর নতুন করে তৈরি হয়েছে একটি নিম্নচাপ এর ফলে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কালীপুজোর দিনে মাথার উপরে চাঁদি ফাটা রোদ থাকলেও এবার ধীরে ধীরে বদলাতে শুরু করবে আবহাওয়া।

আবহাওয়া দপ্তর জানিয়েছে নিকোবর দ্বীপপুঞ্জের উপর দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর তার প্রভাব পড়বে বাংলাতেও। ২১,২২,২৩ অক্টোবর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দুটি জায়গায় ঝড়ো হাওয়া বইবে। বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে। ২৫ অক্টোবর আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের দুই একটি জায়গায় অতি ভারী বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ ঘন্টায় ৫৫ কিলোমিটার থাকতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কালী পুজো দীপাবলি এবং ভাইফোটায় আবহাওয়া মলিন থাকলেও বৃষ্টি আসার তেমন সম্ভাবনা নেই। সামান্য কুয়াশা এবং ধোঁয়াশা হতে পারে কোথাও কোথাও। মূলত পার্বত্য এবং উপকূল সংলগ্ন জেলা গুলিতে এই বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে সমতল এলাকা গুলিতে ঝলমলে আকাশ থাকবে।

বাংলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে ২৫ অক্টোবর। আংশিক মেঘলা থাকবে আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ পূর্ব আরব সাগর এবং লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকায় সুস্পষ্ট হয়েছে একটি নিম্নচাপ। লাক্ষাদ্বীপ কেরল এবং কর্ণাটক উপকূলে এই নিম্নচাপ অগ্রসর হতে পারে, যার প্রভাব পড়বে উত্তর-পশ্চিম ভারতে। উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে এই কদিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here