রামজন্মভূমিতে এবার বিশ্বের প্রথম রামায়ণ ওয়াক্স মিউজিয়াম !

0
12

The Calcutta Mirror Desk : 

রামমন্দির নির্মাণের পর এবার আরও একটি ঐতিহাসিক মাইলফলক ছুঁতে চলেছে অযোধ্যা । রামজন্মভূমিতে এবার বিশ্বের প্রথম রামায়ণ ওয়াক্স মিউজিয়াম গড়ে উঠছে । যার কাজ প্রায় শেষের পথে ৷ এই জাদুঘরে ত্রেতা যুগের ঝলক দেখতে পাবেন পর্যটকরা ৷

অযোধ্যার চৌরাসি কোশি পরিক্রমা মার্গে কাশীরাম কলোনির সামনে নির্মিত হচ্ছে এই জাদুঘরটি ৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী নভেম্বর মাসেই দর্শকের জন্য খুলে যেতে পারে রামায়ণ ওয়াক্স মিউজিয়ামটি ৷

মনে করা হচ্ছে জাদুঘরটি খুললে কেবল ভক্তদের জন্য বিশ্বাস নয়, বরং পর্যটকদের জন্য একটি বিশ্বব্যাপী আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে এটি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here