Exam Guide : গুরুত্বপূর্ণ জরুরি কারেন্ট অ্যাফেয়ার্স !

0
16

The Calcutta Mirror Desk : 

গুরুত্বপূর্ণ জরুরি কারেন্ট অ্যাফেয়ার্স —

1. সম্প্রতি অবসর ঘোষণাকারী দীপা কর্মকার হলেন একজন- জিমন্যাস্ট। (Memory Bank: 2018 সালে ভারতের হয়ে প্রথম জিমন্যাস্টিক সোনা জয়ী দীপা কর্মকার পদ্মশ্রী, অর্জুন পুরস্কার ও মেজর ধ্যানচাঁদ খেলরত্ন সম্মানে সম্মানিত।)

2. জার্মানিতে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন- অজিত বিনায়ক।

3. মাইক্রো RNA আবিষ্কারের জন্য মেডিসিন বিভাগে নোবেল পুরস্কার পেয়েছেন- অ্যামব্রুস ও রুভকুন।

4. সম্প্রতি মালদ্বীপের আর্থিক সমস্যা মোকাবিলার জন্য $400 মিলিয়ন ও 3000 কোটি মুদ্রা বিনিময়ের প্রতিশ্রুতি দিয়েছে- ভারত।

5. RBI -এর ডেপুটি গভর্নর পদে নিযুক্ত রয়েছেন- রাজেশ্বর রাও।

6. ISSF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি পদকজয়ী দেশ হল- ভারত।

7. WHO -এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের 77তম অধিবেশন অনুষ্ঠিত হবে- নিউ দিল্লিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here