আবারো ভারী বৃষ্টিপাত, দীপাবলি শেষ হতেই বড় খবর আবহাওয়ার

0
21

The Calcutta mirror desk: আবারো দুর্যোগের ডাক। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে হাওয়া বদল। ভাইফোঁটা কালীপুজো সবকিছু ঠিকঠাক কাটলেও এবার আকাশে দুর্যোগের মেঘ। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ । আর সেই নিম্নচাপ অভিমুখ পরিবর্তন করে উত্তর-পশ্চিম দিকে ধাবিত হয়েছে।

গভীর নিম্নচাপে পরিণত হয়েছে সেটি। তামিলনাড়ু উপকূল থেকে ধীরে ধীরে ধেয়ে আসছে পুদুচেরি উপকূলের দিকে। যদিও বাংলায় এর প্রভাব পড়বার কোন আশঙ্কা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। শীতকালে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে নাকাল হতে পারে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা। শনি রবি এবং সোমবার উত্তরবঙ্গের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গবসাগরের এই নিম্নচাপ তাদের দিক পরিবর্তন করে এগিয়ে আসবে দক্ষিণ দিকে। এখানেই শেষ নয় আরো একটি নিম্নচাপ তৈরি হয়েছে আন্দামান সাগরের ইন্দিরা পয়েন্টর দিকে।

নয়া দিল্লির মৌসম ভবন জানিয়েছে আন্দামান দ্বীপপুঞ্জে মৎস্যজীবী এবং পর্যটকদের জন্য বড় সতর্কতা জারি করা হয়েছে। এদিকে ভাই ফোটার পরদিন থেকেই আকাশে কুয়াশার চাদরে ঢাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সন্ধ্যার পর মনোরম আবহাওয়া থাকবে তবে কোথাও কোথাও বৃষ্টির আগাম পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here