‘উপবাস’ বলতে কি না খেয়ে থাকা ? আসলে সত্য কি

0
10

The Calcutta Mirror Desk : 

‘উপবাস’ শব্দটির গঠন ‘উপ’ (অর্থাৎ কাছে) ও ‘বাস’ (অর্থাৎ থাকা) — এই দুই অংশে। ব্যুৎপত্তিগত অর্থে ‘উপবাস’ মানে ঈশ্বরের কাছে থাকা বা তাঁর সান্নিধ্যে অবস্থান করা। কিন্তু কালের সঙ্গে সঙ্গে এর অর্থ বদলে গেছে — এখন আমরা ‘উপবাস’ বলতে খাদ্য বা পানীয় থেকে বিরত থাকার এক প্রথাকেই বুঝি। অথচ এর আরেক অর্থ হলো পাপ বা অন্যায় থেকে বিরত থাকা।

সময়ের পরিবর্তনে অনেক শব্দের মূল অর্থ আমরা ভুলে গেছি। তাই সঠিক অর্থ ও উদ্দেশ্য বোঝার চেষ্টা আমাদের নিজেরাই করতে হবে— না হলে বিপদ।

উদাহরণ তো সামনে— স্বয়ং গৌতম বুদ্ধদেব। তিনি কঠোর উপবাস করে সিদ্ধিলাভ করতে পারেননি; সুজাতার দেওয়া পায়েস খেয়ে প্রাণে বেঁচেছিলেন এবং তখনই উপলব্ধি করেছিলেন— অতিরিক্ত ত্যাগ বা ভোগ নয়, মধ্যপন্থাই সত্য।

অন্নময় শরীর— শরীর থাকলে তবেই সাধনা সম্ভব। খালি পেটে, দুর্বল দেহে ধর্মচর্চা চলে না। তাই তো স্বামী বিবেকানন্দ বলেছিলেন— “যদি শরীরই না থাকে, তবে সাধনাই বা করবে কে?”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here