The Calcutta Mirror Desk :
ম্যাচের ফলাফল একটু এদিক-ওদিক হলেই সমস্যা বাড়ত। ইস্টবেঙ্গলের সুপার কাপ অভিযান নিয়ে কম বিতর্ক হচ্ছে না ! তার মধ্যে প্রথম ম্যাচে বিদেশিহীন ডেম্পোর সঙ্গে ড্র করে নিজেদের রাস্তা কঠিন করেছে অস্কার ব্রুজোর দল। এই পরিস্থিতিতে চেন্নাইয়িন এফসি’র বিরুদ্ধে ফলাফল পক্ষে না গেলে সেমির পথ বন্ধ হয়ে যেতে পারত।
সেটা অবশ্য হতে দিলেন না নাওরেম মহেশ সিংরা। তাঁর অ্যাসিস্টের হ্যাটট্রিকে বাম্বোলিমে সহজেই জিতল মশাল বাহিনী। বিপিন সিংয়ের জোড়া গোল, কেভিন সিবিয়ে ও হিরোশি ইবুসুকির গোলে ৪-০ ব্যবধানে জিতল ইস্টবেঙ্গল। এরপর সব নজর মোহনবাগানের ম্যাচ ও তার পরবর্তী ডার্বিতে।


