ঐশ্বর্যর আরোগ্য কামনায় প্রাক্তণ

0
46

দ্য কলকাতা মিরর ব্যুরো : একসময় বলিউডের অন্যতম জুটি ছিল ঐশ্বর্য রাই এবং বিবেক ওবেরয়। সলমন খানের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হওয়ার পরে বিবেকের সঙ্গে সম্পর্কে জড়ান ঐশ্বর্য। কিন্তু সেই সম্পর্ক ধোপে টেকেনি। বচ্চন পরিবারে নিজের সংসার গুছিয়ে নিয়েছেন ঐশ্বর্য রাই। অন্যদিকে বিবেকও থেমে থাকেননি জীবন নিয়ে। কিন্তু ঐশ্বর্য রাই করোনা আক্রান্ত এই খবর শুনে উদ্বেগ প্রকাশ করলেন অভিনেতা বিবেক ওবেরয়। সম্প্রতি অমিতাভ বচ্চন নিজে টুইট করে জানান তিনি করোনা আক্রান্ত। জুনিয়র বচ্চন অভিষেক এই মারণ ভাইরাসে আক্রান্ত বলে জানান। দুজনেই এখন মুম্বইয়ের নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন।প্রথম রাউন্ডে ঐশ্বর্য এবং আরাধ্যার নেগেটিভ রিপোর্ট আসার পর রবিবার তাদের রিপোর্ট পষ্ট হয় তারাও করোনা ভাইরাসে আক্রান্ত। প্রায় গোটা বচ্চন পরিবার এভাবে আক্রান্ত হওয়ায় দেশজুড়ে ভক্তরা এই মুহূর্তে আরোগ্য কামনা করছেন। বহু অভিনেতারাও তাঁদের আরোগ্য কামনায় ট্যুইট করেছেন। বিবেক এদিন ফিল্মফেয়ারের পোস্ট করা ঐশ্বর্য এবং আরাধ্যার একটি ছবি রিট্যুইট করেন।‌সঙ্গে তিনি লেখেন  “পরিবারের দ্রুত আরোগ্য কামনায় আমরা প্রার্থনা করছি।” বিবেকের এহেন আচরণে মুগ্ধ হয়েছে নেটিজেনরাও। সত্যিকারের ভালোবাসা কখনোই মুছে যায় না বলেও দাবি করেছেন অনেকে। এক সময় দুজনের প্রেম ছিল বলিউডে চর্চার বিষয়। ফের গুঞ্জন বাড়ছে এই ঘটনা কেন্দ্রিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here