দ্য ক্যালকাটা মিরর ব্যুরো

0
31

দ্য কলকাতা মিরর ব্যুরো : বাঙালীর হাত ধরে চলতি সপ্তাহেই ওয়েবে আসতে চলেছে রহস্যময় নয়া সিরিজ। বড় পদার পর এবার ওয়েব সিরিজের ময়দানেও এবার পা রাখলেন বিরসা দাশগুপ্ত। নয়া এই ওয়েব সিরিজের দেখা মিলবে 10ই জুলাই থেকে। সাইকোলজিক্যাল এই থ্রিলারের নাম ‘মাফিয়া’। আটচল্লিশ মিনিট করে আটটি পর্বে ভাগ করা হবে এই সিরিজকে। সিরিজের গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ইশা সাহা, ঋদ্ধিমা ঘোষ, অনিন্দিতা বসু, মধুরিমা রায়, অঙ্কিতা চক্রবর্তীর মতো শিল্পীরা। তাছাড়াও হিন্দি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা নমিতা দাসও রয়েছেন এই সিরিজে। মূলত হিন্দি ও বাংলা দুটি ভাষাতেই দেখানো হবে এই সিরিজ। পাঁচজন বন্ধুকে নিয়ে তৈরি ‘মাফিয়া’-র গল্প। একসঙ্গে পড়ার সময় তারা মাফিয়া খেলা নিতে মেতে থাকার শুরু।  কলেজ পাশ করে নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে সকলের।রিইউনিয়নে ফের দেখা হয় ছয় জনের। আর কলেজের স্মৃতি উস্কে ফের ‘মাফিয়া’ খেলা শুরু । আর খেলার মাঝেই একটা খুন অস্বাভাবিক হয়ে পড়ে পরিস্থিতি ।ডানা বাঁধে হাজারো প্রশ্ন তাহলে খুনি কে? এই রহস্যের সমাধানের জন্য অপেক্ষা করতে বিরসার ওয়েব সিরিজ মুক্তির দিন পর্যন্ত। নেটিজেন দুনিয়ার তীব্র উন্মাদনা “মাফিয়া” রাজ ঘিরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here