চোখে জল এনে দিলো ‘দিল বেচারা’

0
25

দ্য কলকাতা মিরর ব্যুরো : ট্রেলার মুক্তির চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতেই  প্রায় সাড়ে চার লক্ষ লাইক ‘দিল বেচারার’ ট্রেলারে। সুশান্ত সিং রাজপুতের শেষ ছবির ট্রেলার দেখে চোখের জল ধরে রাখা যাচ্ছে না কোনোভাবেই।জন গ্ৰিনের উপন্যাস ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’ কে অবলম্বন করে তৈরী ‘দিল বেচারা’ র প্রথম ঝলক দেখেই যথেষ্ট আবেগপ্রবণ নেটিজেন দুনিয়া। শেষ কবে ছবির ট্রেলার এভাবে আট থেকে আশি সক্কলকে কাঁদিয়েছে মনে করতে পারছেন না সিনেমা বিশেষজ্ঞরাও। সুশান্তের প্রতিটা সংলাপ, অভিনয় নজর আর মন দুটোই আটকে গিয়েছে নেটিজেনদের। ম্যানির(ছবিতে সুশান্তের চরিত্রের নাম) মুখে শোনা গিয়েছে ‘এক থা রাজা এক থি রানি, দোনো মর গায়ে খতম কাহানি…’ কিংবা যখন তার গলায় ‘জনম কব লেনা হ্যায় অউর মর কব হ্যায় ও হামারে হাতো মে নেহি হ্যায়, লেকিন ক্যায়সে জিনা হ্যায় ও হামারে হাতো হ্যায়’ গায়ে কাঁটা লাগাতে পারে। মুকেশ ছাবরার পরিচালনায় ছবিটির প্রযোজক সংস্থা ফক্স স্টার স্টুডিয়ো।সুশান্তের বিপরীতে অভিনয় করছেন সঞ্জনা সাংঘি। ১৫ জুন সুশান্তের মৃত্যুর দিন থেকেই এই ছবিকে হলে মুক্তির দাবি করেন অনেকেই। কিন্তু লকডাউন পরিস্থিতিতে তা সম্ভব হয়নি। শেষমেষ ডিজনি হটস্টারে ছবিটি দেখানোর কথা জানানো হয়েছে। ২৪ জুলাই অনলাইনে মুক্তি পাচ্ছে ছবিটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here