জিও ফাইবারের নয়া সুযোগ

0
43

দ্য কলকাতা মিরর ব্যুরো :ফের জিও ফাইবার (JioFiber) ব্যবহারকারীদের জন্য বড় বিনোদনের সুযোগ দিচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এবার জিও ফাইবার ব্যবহারকারীরা লায়ন্সগেট প্লে (Lionsgate Play) র এক্সক্লুসিভ সুবিধা পাবেন। হলিউড সিনেমার লিস্ট থেকে নিজের পছন্দের ভাষায় বিনোদন নিতে পারবেন জিও ফাইবার ব্যবহারকারীরা। জিও-র তরফে জানানো হয়েছে, STARZ এর অরিজিনাল সিরিজ সহ সাড়ে সাত হাজারের বেশি-বিদেশি প্রিমিয়াম টিভি এপিসোড দেখার সুবিধা দেওয়া হচ্ছে জিও ফাইবার গ্রাহকদের। থাকছে জনপ্রিয় সব অনুষ্ঠান ও বিশ্ব বিখ্যাত সব সিনেমা দেখার সুবর্ণ সুযোগ।JioFiber ব্যবহারকারীরা তাঁদের Jio সেট-টপ বক্সে JioTV+ অ্যাপ্লিকেশন থেকে লায়ন্সগেট প্লে অ্যাকসেস করতে পারবেন। আলাদা করে লগ-ইন বা অ্যাপ্লিকেশন ডাউনলোড করার দরকার নেই।Lionsgate Play এর বিশাল কালেকশনে রয়েছে হরর, কমেডি, থ্রিলার, অ্যাকশন, ডকুমেন্টরি ফিল্মের বিশাল সম্ভার। ইংরেজি ছাড়াও, হিন্দি,বাংলা,  মারাঠি, তামিল, তেলুগ, কন্নড় ও ভোজপুরি সিনেমার বিশাল তালিকা। নতুন জিও ফাইবার গ্রাহকদের কমপ্লিমেন্টারি সুযোগ দেওয়া হচ্ছে জিও ফাইবার সিলভার মাল্টি-মান্থ ও তার উপরের প্ল্যানগুলির জন্য। অন্যদিকে গোল্ড প্ল্যানে জিও ফাইবারের গ্রাহকরা আরও হাইস্পিড ডেটা ও আরও বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহারের সুযোগ। ২৫০ এমবিপিএস ডেটা স্পিডে পাচ্ছেন মাসে ১,৭৫০ জিবি ডেটা। সঙ্গে থাকছে আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা, সবচেয়ে কম খরচে আন্তর্জাতিক কলের সুযোগ। সেই সঙ্গে থাকছে Lionsgate Play, জি-ফাইভ (Zee5), অ্যামাজন প্রাইম ভিডিও (Amazon Prime Video), ডিজনি প্লাস হটস্টার (Disney+ Hotstar), SonyLiv, Voot, AltBalaji, HoiChoi, Shemaroome, JioCinema and JioSaavn ইত্যাদি পরিষেবা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here