মুক্তি পেলো অক্ষয়য়ের নয়া লুক

0
50

দ্য কলকাতা মিরর ব্যুরো : পোস্টার মুক্তি পেয়েছিল অনেক আগেই। এবার শীঘ্রই ডিজনি হটস্টারে’এ মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার অভিনীত, রাঘবা লোরেন্স পরিচালিত ছবি লক্ষ্মী বম্ব। জানা যাচ্ছে, ২০১১ সালের তামিল ছবি কাঞ্চনা’র অনুকরণে তৈরি হয়েছে এই ছবি। এর আগে দক্ষিণী হিট ছবির রিমেক করে ভুল ভুলাইয়া, রাউডি রাঠোর, হলিডে তৈরি হয়েছিল এই রাঘবার হাত ধরেই। প্রতিবারের মতো রাঘব ও অক্ষয়’এর জুটি বক্স অফিস রেকর্ড ভেঙে দেবে বলেই মনে করা হচ্ছে।তামিল ছবি কাঞ্চনা’র চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেতা সারাথ কুমার’কে। ইতিমধ্যেই ছবিটির অনেক কটি পার্ট মুক্তি পেয়েছে। সেখানেও প্রতিহিংসা পরায়ণ এক আত্মাকে দেখানো হয়েছিল। এখানেও একই ভাবে অক্ষয় কুমার’কে তৃতীয় লিঙ্গের একটি আত্মা হিসেবে দেখানো হয়েছে। যে দোষীদের শাস্তি দিতে আবির্ভাব হবেন। স্বাভাবিকভাবেই ছবিতে অনেক ভিজুয়াল ও স্পেশ্যাল এফেক্ট দেখা যাবে। অক্ষয় ছাড়াও কিয়ারা আদবানি তুষার কাপুরকে এই ছবিতে দেখা যাবে। ছবির মুক্তি আগামী মাসে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here