“স্মরণে সুসি ” ইস্টাপোস্ট রিয়ার

0
56

দ্য কলকাতা মিরর ব্যুরো :  সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর একমাস পেরিয়ে গেল গতকাল। সোমবার হোয়াটসঅ্যাপ ডিপিতে সুশান্তকে স্মরণ করে নেওয়ার পর এবার সোশ্যাল মিডিয়ায় প্রয়াত অভিনেতাকে নিয়ে আবেগঘন পোস্ট তাঁর চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তীর। মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ সোশ্যাল মিডিয়ায় সুশান্তের স্মরণে খোলা চিঠি লিখলেন রিয়া। শেয়ার করে নিলেন সুশান্তের সঙ্গে দুটি রোম্যান্টিক ছবিও। রিয়া লেখেন, ‘আমি এখনও নিজের আবেগগুলোর সম্মুখীন হতে পারছি না.. মনের মধ্যে একটা অপূরণীয় শূন্যতা। তুমি আমাকে ভালোবাসা এবং ভালোবাসার ক্ষমতায় বিশ্বাস করতে শিখিয়েছো। তুমি আমাকে শিখিয়েছো কেমনভাবে একটা সহজ অঙ্কের হিসাব জীবনের জটিল অঙ্কের পাঠোদ্ধার করতে পারে এবং আমি তোমাকে কথা দিচ্ছি প্রতিদিন আমি তোমার কাছ থেকে শিখব। আমি হয়ত কোনওদিনই মানতে পারব না তুমি আর নেই। আমি জানি তুমি অনেক শান্তিতে আছো এখন। সহানুভূতি আর আনন্দে ভরপুর আমি তোমার জন্য অপেক্ষা করব এবং প্রার্থনা করব যাতে তুমি ফিরে আসো।গত দেড় বছর ধরে সুশান্ত-রিয়ার প্রেম সম্পর্ক নিয়ে বলিউডে বহুচর্চা হয়েছে কিন্তু প্রকাশ্যে সেই সম্পর্কের কথা স্বীকার করেননি কেউই। সুশান্তের মৃত্যুর পর থেকেও তাঁদের সম্পর্ক নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। কার্যত সুশান্ত ভক্তদের রোষের মুখে পড়েছেন রিয়া। পড়তে হয়েছে ম্যারাথন পুলিশি জেরার মুখেও।  সুশান্তের মৃত্যুর একমাস পর সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্ট করলেন রিয়া। আর মেনে নিলেন নিজের মুখে সুশান্তকে ভালোবাসার কথা। প্রয়াত অভিনেতার বান্দ্রার অ্যাপার্টমেন্টেই মাস কয়েক ধরে থাকছিলেন রিয়া। কিন্তু সুশান্তের মৃত্যুর দিনকয়েক আগেই সেখান থেকে চলে যান তিনি। পুলিশ সূত্রে খবর মৃত্যুর আগের রাতে এবং মৃত্যুর দিন দুবার রিয়াকে ফোন করেছিলেন সুশান্ত। তবে দুবারই ফোনের ওপার থেকে কোনও জবাব মেলেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here