দ্য কলকাতা মিরর ব্যুরো : পরিচালকের নতুন ওয়েব সিরিজ ‘থ্রিলার’ এর নায়িকা অপ্সরা। খ্যাতনামা পরিচালক রামগোপাল তার প্রশংসায় পঞ্চমুখ ট্যুইটারে লিখেছেন, ” ওড়িশার ট্যালেন্ট নিয়ে আগে কখনও ভাবিনি, কিন্তু অপ্সরা রানিকে দেখার পর সেই ধারনা বদলে গেলো ‘। ওড়িশার মেয়ে অপ্সরা রানি র প্রকৃত নাম অঙ্কিতা মহারাণা, মডেলিং দিয়ে কেরিয়ারের শুরু এরপর চলে আসা বড়ো পদায়। ২০১৯ সালে ‘ফোর লেটার্স’ নামে একটি তেলেগু ছবিতে অভিনয় করেছিলেন। সিল্ক স্মিতার নামের থেকে অনুপ্রাণিত হয়েই নিজের নাম অপ্সরা রানি রাখেন সুন্দরী। ইতিমধ্যেই নেট দুনিয়ায় ঢল নেমেছে নয়া সেনসেশন রাণীর ইস্টাগ্ৰাম আকাউন্ট ঘিরে।