করোনা ঠেকাতে এবার মন্নতকে প্লাস্টিকে মুড়ে ফেললেন শাহরুখ খান

0
61

দ্য কলকাতা মিরর ব্যুরো : করোনা ভাইরাস থেকে বাঁচতে এবার গোটা বাংলোকে প্লাস্টিক দিয়ে মুড়ে ফেললেন শাহরুখ খান। কোভিড ১৯-এর সংক্রমণ থেকে বাঁচতেই বাংলোকে প্লাস্টিক দিয়ে ঘিরে ফেলার সিদ্ধান্ত নেন কিং খান। শাহরুখের বাংলোর ওই ছবি প্রকাশ্যে আসতেই জোর শোরগোল শুরু হয়েছে।প্রসঙ্গত মন্নতে এই মুহূর্তে গোটা পরিবারের সঙ্গে রয়েছেন শাহরুখ খান। আরিয়ান খান থেকে সুহানা খান, আব্রাহম খান এবং গৌরী খানের সঙ্গে রয়েছেন শাহরুখ। পরিবারকে যাতে কোনওভাবে করোনা সংক্রমণ স্পর্শ করতে না পারে, তার জন্যই উপযুক্ত ব্যবস্থা নেন শাহরুখ।
মুম্বইয়ের সবচেয়ে সুন্দর প্রাসাদ বলে গন্য করা হয় মন্নতকে। নারিমান ডুবাসের কাছ থেকে ১৯৯৫ সালে এই বাংলোটি কেনেন শাহরুখ। সেই সময় মন্নতের নাম ছিল ভিলা ভিয়েনা। আজ শাহরুখ-গৌরীর মন্নত ছয় তলা।এই বাংলোর বাজার দর ২০০ কোটি টাকা। ২৪৪৮ স্কোয়ার মিটার জায়গা জুরে অবস্থিত মন্নত।গত মাসের শেষের দিকেই মন্নতের ব্যলকনিতে পাপারাতজির লেন্সে বন্দি হন তারকা। বিকালের পড়ন্ত রোদ যখন মন্নতকে মুড়ে ফেলেছে তখনই কাঁচে ঘেরা ব্যাককনিতে দাঁড়িয়ে শ্যুটিং সারতে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here