ইস্তফা অনুভবের

0
87

দ্য কলকাতা মিরর ব্যুরো : বলিউড থেকে ইস্তফা দিলেন পরিচালক অনুভব সিনহা। নিজের টুইটার আকাউন্ট থেকেসেই কথাই জানিয়েছেন থাপ্পড়, মুলকের মতো ছবির পরিচালক। তিনি টুইটারে লেখেন, ‘ইনাফ আমি ঘোষণা করছি যে আমি বলিউড থেকে ইস্তফা দিলাম।’ বলিউড পরিচালক অনুভব সিনহার এক ট্যুইট নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বলিউডে ।অনুভবকে সমর্থন করে টুইট করেছেন পরিচালক সুধীর মিশ্র এবং হনসল মেহতাও। প্রত্যেকেই স্পষ্ট করে দিয়েছেন যে, তাঁরা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসেছেন, ‘বলিউড’-এ নয়। অনুভব নিজের টুইটার অ্যাকাউন্টের নামের পাশে ব্র্যাকেটে ‘নট বলিউড’ও লিখে দিয়েছেন। এইনিয়েই ফের মাথা চাড়া দিয়ে উঠেছে বলিউডের বিতর্ক ৷ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here