2024 সালের দুর্গাপুজোর সম্পূর্ণ নির্ঘণ্ট !

0
2

The Calcutta Mirror Desk , Pallab : দুর্গাপুজো ২০২৪ ঘিরে ধীরে ধীরে কাউন্টডাউনের পালা শুরু হয়ে গিয়েছে। সামনেই রথযাত্রা উৎসব। তারপরই বাঙালির মেগা পার্বণ দুর্গাপুজোর অপেক্ষায় লাগবে দোলা! ফের একবার দিকে দিকে প্যান্ডেল বাঁধার চেনা ছবি, তারপর ঠাকুর আসা, ততদিনে কাশের বোনে দোলা লেগে যাবে। শিউলি কুড়োনোর সকালে উঠে বাঙালি অপেক্ষা করবে মহালয়ার স্তোত্রপাঠ শোনার। পঞ্জিকা মতে দেখে নেওয়া যাক, ২০২৪ দুর্গাপুজোয় মা দুর্গার আগমন ও গমন ঘিরে প্রভাব।

দুর্গাপুজো ২০২৪ নির্ঘণ্ট —

চলতি বছরে দুর্গাপুুজোর মহালয়া পড়ছে ২ অক্টোবর। মহাপঞ্চমী ৮ অক্টোবর ২০২৪, মঙ্গলবার। ৯ অক্টোবর ২০২৪ পড়ছে মহাষষ্ঠী, দিনটি বুধবার। সপ্তমী পড়ছে ১০ অক্টোবর বৃহস্পতিবার। অষ্টমী তিথি ১১ অক্টোবর, শুক্রবার। ১২ অক্টোবর পড়েছে নবমী তিথি। দিনটি শনিবার। এরপর দশমী তিথি ১৩ অক্টোবর ২০২৪, রবিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here