The Calcutta mirror desk: প্রয়াত মহাভারত খ্যাত অভিনেতা পঙ্কজ ধীর। বি আর চোপড়ার মহাভারতে কর্ণ চরিত্রে অভিনয় করে নজর কেরেছিলেন তিনি। পেয়েছিলেন একাধিক সম্মান এবং পুরস্কার। এমনকি এই চরিত্রে অভিনয় করে রাতারাতি নায়কে পরিণত হন তিনি। তাকে এক পলক দেখবার জন্য তার বাড়ির সামনে ভিড় করে থাকতেন অসংখ্য ভক্ত।
৬৮ বছর বয়সে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সাথে লড়াই করছিলেন হয়েছিল অস্ত্রোপচার কিন্তু শেষ রক্ষা হয়নি। বেশ কিছুদিন ধরেই ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করছিলেন তিনি অনেকটা সেরা উঠেছিলেন কিন্তু শেষ ধাক্কা সামলাতে না পারায় শেষ পর্যন্ত মৃত্যু হয় তার। বি আর চোপড়ার মহাভারতের কর্ণের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এই অভিনয় কার্যত দাগ কাটিয়ে গিয়েছিল তার বাচনভঙ্গি। এই চরিত্রের পরেই ঘরে ঘরে তার পরিচিতি হয়। সবাই তাকে এক ডাকে চিনতেন। এমনকি বলিউডে একাধিক সিনেমায় অভিনয় করলেও কর্ণ হিসেবেই প্রসিদ্ধি পেয়েছিলেন তিনি। হিন্দি সিরিয়ালেও তাকে অভিনয় করতে দেখা গিয়েছে। মহাভারত সিরিয়ালে পঙ্কজের অভিনয় সকলের এতই ভালো লেগেছিল যে তাকে দেখার জন্য বাড়ির সামনে ভিড় লেগে থাকত। এমনকি হরিয়ানা ছত্রিশগড়সহ বেশ কয়েকটি রাজ্যে যেখানে কর্ণকে পুজো করা হয় সেখানে তারই অবয়বে তৈরি করা হতো মহাভারতের এই বিখ্যাত চরিত্রের মূর্তি। ১৯৮১ সালে পুনাম ছবিতে তাকে দেখা গিয়েছিল
।তারপর একাধিক ছবিতে অভিনয় করেন তিনি পড়ে অবশ্য তিনি মহাভারতে কর্ণা চরিত্রে অভিনয় করেন। সানাম বেওয়াফা, সড়ক, সোলজার বাদশা আন্দাজসহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। এছাড়া টেলিভিশনের চন্দ্রকান্ত দেবো কে দেব মহাদেব শ্বশুরাল সিমার কা ইত্যাদি নানান ধারাবাহিকে অভিনয় করেন তিনি। মুম্বাইয়ে ব্যস্ততম স্টুডিও তৈরি করেছিলেন। তার ছেলেও একজন অভিনেতা।